দুইপাতা একটি সাহিত্য পত্রিকা যেটি মূলত অনলাইন। কভিদের সময় থেকে অর্থাৎ ২০২০ সাল থেকে এটি নিয়মিত প্রকাশ হয়ে চলেছে। ৯০ তম সংখ্যা এই ব্লকজিনে প্রকাশ হবে। এরপর থেকে সব সংখ্যাই এই ব্লক জিনে পাওয়া যাবে। এই পত্রিকাটি নিয়ে আনন্দবাজার পত্রিকা মেদিনীপুরের করচায় দুবার আলোচনা করেছে । এই পত্রিকায় এপার বাংলা, ওপার বাংলার প্রায় ৫০০ কবি এখনো পর্যন্ত কবিতা, গদ্য প্রকাশ করেছে। আশা করছি আগামী দিনে আরো বহু কবি যারা নতুন নতুন কবিতার জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে তারা লেখা পাঠাবেন। তাদের লেখার অপেক্ষায় থাকলাম। প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে লাইক ও কমেন্ট দিয়ে পত্রিকাটিকে দেশে-বিদেশে জনপ্রিয় করে তুলুন।
পত্রিকার সম্পাদক ডঃ নীলোৎপল জানা। মহিষাদল। পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ।
0 মন্তব্যসমূহ