E-দুইপাতা পত্রিকা
১১০তম চতুর্থ সংখ্যা , ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
তুমিই সেই পুরুষ
রুমকী দত্ত
তোমার কবিতায়
আমি উচ্ছ্বল ইছামতি
অজানা অভিলাষের আকাঙ্ক্ষায় এক বুক উচ্ছ্বাস মেখে বয়ে যাই চঞ্চল
কিশোরীর মতো...
যার দু ' চোখ ভরা স্বপ্ন...
তোমার কণ্ঠে
আমি উদাস অলকানন্দা
একতারা হাতে বন্য বাউলিনীর মতো সবকিছু ভুলে স্নিগ্ধ সলিলে অবলীলায়
ব্যস্ত হয়ে পড়ি আপন চলার ছন্দে...
যার অলিন্দে উষ্ণতার কলতান...
তোমার দৃষ্টিতে
আমি রূপবতী রূপসা
তন্বী তরুণীর মেদুরতায় আনমনা ঊর্মির শেকড়ের টানে ছুটে চলি সুন্দরের
মোহে...
যার হৃদয়ে অভিসারের বিন্দু...
তোমার সান্নিধ্যে
আমি সুগন্ধী সুবর্ণরেখা
জাগরী যুবতীর তেজ বুকে নিয়ে অসীম উন্মাদনায়
ছুটে যাই অনন্ত সাগরের দিকে...
যার শরীরময় আগুন...
তোমার আলিঙ্গনে
আমি পূণ্যবতী পুণ্যতোয়া
স্বপ্ন সত্য হওয়ার আনন্দে পরম আলোয় স্নান করে
পূজারিনীর বেশে অপেক্ষা করি তোমার দেবত্বে...
যার হৃদয়ে মিলনের বাসনা...
তোমার সঙ্গমে
আমি পবিত্রা গঙ্গা
আমি স্বয়ংসম্পূর্ণা নারী
আমি পূর্ণতা দিই সমস্ত উপাচারকে
যার জঠরজুড়ে পদ্মার ভ্রূণ...
যার মাতৃত্বে জেগে ওঠে পবিত্রতা....
যার স্পর্শে দূরীভূত হয় জাগতিক অন্ধকার
তোমার বিরহে
আমি দৈন্য দামোদর
দুঃখের আতিশয্যে বিদীর্ণ বুকে আমি দামাল বানভাসি,
আমি দুখজাগানিয়া....
যার অন্তিমে অঙ্কুরিত হয় সভ্যতার বীজ...
যার কল্যাণে সভ্যতার সোপান
যার অহমিকায় প্রাণের প্রেরণা...
হ্যাঁ আমিই সেই,
আমিই সেই নারী,
আমিই সেই শক্তি,
আমিই সেই সৃষ্টি,
আমিই আদি আমিই অন্ত,
আমিই অতীত আমিই ভবিষ্যত...
যাকে ধারণ করেছো তুমি
যাকে বহন করেছো তুমি
যাকে পূর্ণতা দিয়েছো তুমি
হ্যাঁ তুমিই ...
তুমিই সেই পুরুষ
তুমিই...
২.
অন্য কারো বর
স্বপ্ন মিছিলে হাঁটতে হাঁটতে, পথভ্রষ্ট মেয়ে
ফুলশয্যায় এসেছিল কেউ ,সুন্দরী তারও চেয়ে ।
দীর্ঘশ্বাসে রাত কেটে যায় ,স্বামী হয়ে যায় পর
স্বামী এখন বাহির পুরুষ ,অন্য কারো বর ।
রাত জেগে অনেক কেঁদেছে ,মেলেনি কোনো ফল
বছর পাঁচেক কাটল এভাবে, শুকোয় চোখের জল।
হঠাৎ একদিন উপহার পেল ,মা দিল স্মার্টফোন
দুখী দিদিকে বোঝালো সবাই, সান্ত্বনা দিল বোন ।
চাইল না মেয়ে সংসারী হতে,স্বাধীনতাতেই সুখ
স্বামী নামে আসামীরা কিছু,মুখোশেই ঢাকা মুখ।
চাকরী পেল কোম্পানিতে, মুক্ত হওয়ার স্বাদ
সংসার বুঝি ভেস্তে গেল, স্ত্রী-স্বামী বরবাদ !
নাঃ,সংসারটা টিকেই গেল ,মজল মেয়ে প্রেমে
স্বামী স্ত্রীর হাসিখুশি মুখ, ধরা দিল ফটো ফ্রেমে ।
প্রেমিক এল অনলাইনে রাত জাগা কথাকলি
প্রেম চলল দিনে রাতে , বিশ্লেষণে বলি ।
এই অভিসার ডানা মেলে আজ
পরকীয়া নামে চলে,
হয়তো অসুখ কিংবা সুখী,রোজনামচায় বলে ।
কিংবা কারো জীবন যাপন স্বেচ্ছাচারের মজা!
পূর্বেও ছিল এখনো আছে, কলঙ্ক জয়ধ্বজা।
৩.
সমালোচনার চাবুক
মনস্তাপে আড়মোড়া ভাঙে মন
সমালোচনার চাবুক পড়ে পিঠে
কলঙ্কময় পরম সুখের ক্ষণ
কাঁটার মুকুট উপন্যাসে মিঠে ।
জলসাঘরে দৃশ্য চিত্রপট
বিজ্ঞাপনে বাধ্য নকল হাসি
দীপান্বিতার মঙ্গলময় ঘট
ন্যায্য দামে গর্বিত হয় চাষী ।
জেহাদ জুড়ে মন্দ উপাখ্যান
নিয়ম ভাঙার মিছিল রঙের ঢেউ
প্রেমিক মনই প্রেয়সীর ধ্যান জ্ঞান
সঠিক পথে চলছে না আর কেউ ।
বন্ধুর পথ উৎকর্ষতা ঢাকা
দূরত্বটা চুম্বকসম টানে
কোর্টের আদেশে পরকীয়া-প্রেম পাকা
তাইতো বুঝি না , বিবাহিতদের মানে ।
সমালোচনার ঝড় উঠেছে আজ
সমাজ জীবনে নারী সম্মান কাঁপে
ধর্ষিতাদের উলঙ্গতার সাজ
জ্যান্ত লাশের মানবিকতা মাপে ।
============================
কোলাঘাট।। পূর্ব মেদিনীপুর
0 মন্তব্যসমূহ