E-দুইপাতা পত্রিকা
১১০তম পঞ্চম সংখ্যা , ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
দাঁড়াও একবার
পঙ্কজ মণ্ডল
ফল্গু নদীর চাহনি তোমার নিঃশ্বাস বট পাতার।
কি আঘাতে কোন ভাঙ্গনে,
তোমার প্রাণভ্রমর উড়ছে দিকবিদিক।
তবু কি ছুঁতে পারি তোমার চোখের ছন্দ।
তিন কুড়ি সময়ের দূরত্বে দাঁড়িয়ে।
খুঁজতে চলেছ নিজের হাঁটা পথ
বনে বনে কাঁটা ঝোপ বিদ্ধ করেছে নীল মুখ।
কেন যে জন্মদিনের আলো এখনো ফোটে না
হায়রে মাটির চতুর্ভুজ মূর্তি
পাখির ডানায় উড়তে চাও।
মরার জন্য যেদিন গুলি রয়েছে,
তুমি তো তার কাছে পেতেছ হাত।
তোমার আঁচলে নীরবে যে আসে
কেউ কি ছুঁয়েছে তার নরম চাহনি।
তোমার প্রাণ টুকু কত আর সইবে
আকাশ ফাটানো সাগরের ঝঞ্ঝা
বিফল দিনগুলি, ভাঙাচোরা হাড়
কেন যে নিলেনা লুকোনো সেতার।
আর এক জন্ম বুনে যাব তোমাকে।
শ্বাসে শ্বাসে এসে, তুমি দাঁড়াও একবার।
নীরব নিয়তি
এখনো বৃষ্টিরা, ঘরে ভেঙে পড়ে অকাল বিদ্যুৎ
ডানা মেলে উড়ি বনের ওপাশে, সেখানে সকাল
লিখে রাখি চিঠি, পড়ি ভাঙ্গা শব্দ, জন্মের ডায়েরি
আমার ভিতরে জেগে ওঠে এক দুরন্ত হরিণ।
হরিণের পায়ে বাল্যকাল আসে একতারা নিয়ে
যাদের আঙুলে স্বপ্ন দেখা শুরু তারা অন্য বাসি
আমি শুধু জানি সমুদ্রের নিচে আরেক পৃথিবী
যাকে নিয়ে হাঁটি সে চায় দূরের নীরব নিয়তি।
দূর যাকে দেখি সে এসে বাজায় আমার খঞ্জনি
রাত্রি রাত্রি বলে দৌড়ে চলি অন্য রোদ্দুরের কাছে
আমার শব্দের হারানো বইটি অন্য কেউ লেখে
বৃষ্টি লুটে নিয়ে ভাগ্য কি আমাকে বাঁধবে খরায়?
আগুনের মেয়ে
মুখ পোড়া কুৎসিত আগুনের মেয়ে
ঝড়ের কপালী বড় হচ্ছে বিদ্যুৎ খেয়ে ।
পথটি তার রুক্ষ কাকরের, ফনিমনসার কাঁটা
আগুন নেভাতে হাতে নিয়েছে আগুনের ঝাঁটা ।
ক্ষুধা নিয়ে দিন কাটুক, তবু হাতে বজ্র
বৃক্ষরা সব বাড়ছে ,বৃক্ষই তার দর্প।
এসিডে যতই পুড়ুক চোখ , জিহ্বাটি হিংস্র
যুদ্ধে তাকে জিতিয়ে দিয়েছে আগুনের মন্ত্র ।
পৃথিবীটা শুধু লোভী চক্ষুর, পৃথিবীতে ও কি মৃত
ছেড়েছে আত্মার লাঠি চশমা, মৃত্যুকে প্রতিহত ।
আকাশ ভরা রাত্রি কথা, সমুদ্রে কত উপল
আড়ালে থাকে বজ্র এবং হাঙরের দল ।
আগুনের মেয়ে লজ্জা হীনা ঢাকে না পোড়ার দাগ
এখন মেয়ের গর্ভে বাড়ুক বিধ্বংসী বাঁধ।
======================
কলিকাতা
0 মন্তব্যসমূহ