E-দুইপাতা পত্রিকা ।। ১১১তম প্রথম সংখ্যা ,২০২৫ ।। কবি বিশ্ব বন্দ্যোপাধ্যায় ।। সম্পাদক: নীলোৎপল জানা

                                                    

E-দুপাতা ত্রিকা

১১১তম প্রথম সংখ্যা , ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

পাঠচক্র

বিশ্ব বন্দ্যোপাধ্যায়

 রাত পাখিরাও হিসেব জানে

গভীর অন্ধকারাচ্ছন্ন আকাশের

       নক্ষত্র গুঁড়োয় লেখা...

স্বপ্ন সহবাসে পরমায়ু বাড়ে

নীল শুন্যে ব্রম্ভদেবতা মুচকি হাসেন

আকাশের রঙ ফিকে হতে হতে

জন্ম নেয়  কোজাগরী চাঁদ...

জ্যোৎস্নারা উড়ে উড়ে দিল্ খুলে

   শুরু হয় পাখিদের অঙ্কের ক্লাস...

 ২.

মুখের আদলে

 আকাশের সামিয়ানায় ঝোলানো

অজস্র সন্ধ্যাবেলায় জমতে থাকে

পালক পাতার করুণ ...

পৃথিবীর বয়স খুললে

 কতো ভয়ংকর হয় জন্মদিনের আলো...

কতোনা আক্রমণ... লুটপাট  হয়ে গেছে

      দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারে

তবুও এ শহর জুড়ে...কলোনী ঘিরে

কোথাও চিহ্ন রাখেনি কেউ

সাদা লাল নীল কালো রঙের

মুখের আদলে মুখোশ গুলোর

                 অবিকল মানুষের মতো...

৩.

 অভিমান

 মেঘেদের বৃষ্টি খোলা নির্জনতায়

স্নায়ু দের আজ কতো অভিমান

প্রজাপতির মতো উড়ছে দেখো

উঠোনে আঁকা সংলাপ...

পাতার সংসারে রেখেছো যে কথা

শহর জুড়ে অকাতর ত্রাণ তহবিল

একটি সম্পর্কের বাঁধনে...

দুহাতের তালুতে ছুঁয়েছি মনখারাপ

কাউকে বলিনি সে কথা

শুধু শিরায় শিরায় রেখেছি সব অভিমান

একদিন শাসন টপকানো নক্ষত্র আলোয়

জমা হবে স্মৃতি দের ভীড়...

৪.

 যদি আর না ফিরতে চাও... 

আমার দু'হাতের অন্ধকারে

গুছিয়ে রাখি অপার্থিব রং

মৃত্যুকে সাজাই চরম প্রজন্মে

সেও সম্পর্ক নির্ভর...

সাঁতারে সাঁতারে একটি ঠান্ডা নদী

উপুড় হয় আকাশের নিচে

গভীর কান্না পুড়িয়ে

আগুনে আর সোহাগে রাখে

ভ্যালেন্টাইন ডে...

যদি আর ফিরতে না চাও কোনদিন

বলে রেখো মাটির পায়ে পায়ে

পরতে পরতে সব অভিমান খুলে...

৫.

 সর্বনাশ লেখা হোর্ডিং

দ্রৌপদীর ঘুম চোখের করুনায়

ক্রমশ ছোটো হচ্ছে প্রাচীন এস এম এস বক্স...

কেমন অবলীলায় লিখেছো মিথ্যে হাসি রাত

তোমার অন্তর পালিত বৈষ্ণবী কে

কোথায় দিলে নির্বাসন...

কেনো বদল ভাষায় সারাটা পথ নিষিদ্ধ এক ছবি

আজ জলের আয়নায়

জন্মদিন খুঁজি যতদূর যায় চোখ

ছড়িয়ে দিয়েছি পুরানো খামের গোপন

আকাশের ঝুলে পড়া চাঁদ

সর্বনাশ লেখা হোর্ডিংয়ে

ক্রমশ মুছে দিচ্ছে তোমার রসকলি...

--------------------------------

পশ্চিম মেদিনীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ