E-দুইপাতা পত্রিকা ১১১তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫ ।। কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়।। সম্পাদক: নীলোৎপল জানা

 

E-দুপাতা ত্রিকা

১১১তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com



 যেখানে যতিচিহ্ন নেই

বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

যেখানে যতিচিহ্ন নেই

তার ঠিক কয়েক কদম দূরে থেমে আছে

আমাদের উষ্ণতার বোধ

রঙ বদলাতে বদলতে কখন নেমে আসছে

সায়াহ্নের সহবাসী আলো

চোখ থেমে যাওয়ার পর

আলোর কোন গতিবেগ নেই।

 

২.

আঁধার কানালী

 

রাত ফিরিয়ে দিয়েছে তার সমস্ত বন্ধুতা

প্রশ্নাতীত শব্দে সুরক্ষিত আছে

আমাদের নিজস্ব আড়াল

 

কেউ কিছুই দেখতে পাচ্ছে না এখন

আমার স্পর্ধা নেই

অন্ধকার ধানখেতের গায়ে

স্বপ্নের আফর বুনে যাই…..

 

৩.

এই শব্দ,এই মায়াতিল

 

মুখোশে বা ত্বকে মুখ ঢেকে

যে মানুষ  সামনে দাঁড়ায় আমি তাকে দেখি

তারই নানাবিধ  শব্দের দ্রবণে।

 

আপাত নিরীহ কথা

অথচ বারুদঘর গুমরে ওঠে খনির ভেতর

গর্জন লাফিয়ে ওঠে ধাবমান কথাদের সশস্ত্র মিছিলে।

 

কথা কত মায়াময়

শব্দের গভীরে আলো উত্তাপের সুক্ষ্ণ কারুকাজ

 

কথায় ভ্রমর বসে

মৌমাছি  পায়ে পায়ে নিয়ে যায় পরাগের রেণু

বুকের গোপন কথা নিরুচ্চার

জানলা খুলে দু হাত বাড়ায়

 

এই শব্দ, এই মায়াতিল

কথার গোলাপী ঠোঁটে অন্য এক মূর্তি গড়ে তোলে।

--------------------------------------

পুরুলিয়া



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ