E- দুইপাতা পত্রিকা
১০৭তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com
পাঁচটি কবিতা """"""""""""""""""""""""""""""""""""""""""
অলক জানা
প্রাক্তন
""""""""""
যত্নের সিট ছেড়ে নেমে
ওভারব্রিজে দাঁড়াতেই কু-শব্দে
আড়াল, পিছু নিল মেদিনীপুর লোকাল।
টানা সাত বছরের গল্প, মন না পাওয়া
পাঠ্য ইতিহাস, যা আজ অন্য কেউ
সেই সিটে বসে পড়ছে।
ধূলা
""""""
অমেরুদণ্ডী, বারণ করে লাভ নেই
উড়ছে উড়ুক, পায়ে পড়ছে
গায়ে পড়ছে, জ্বলছে মুখ চোখ
ইতিউতি অবান্তর ধোঁয়াশা শোক।
পরার্থের বৃষ্টি অতর্কিতেই আসে
দার্জিলিং ভর্তি বাতাসে শীতার্ত প্রণয়
বুকভরে শ্বাস এবার নেওয়া যাক।
অণুপ্রবেশ
""""""""""""""
কাঁচি কাতানের চিরকালীন তর্কে
খলছল দু'ভাই ঢুকে পড়লে
আগুনের স্পর্ধা
খাতির করেনা একটি মহাদেশও
অতিশয় উঁচু থেকে অংশত ভূভাগ, প্রচ্ছদ
কেমন নিয়ত স্বচ্ছ ষড়যন্ত্রে আবিল,
দূর থেকে বোঝার কোন উপায় নেই।
বই
""""
ফুলের মাচা, বারুদেরবন
যেখানেই রাখা হোক
বইয়ের কোন আক্ষেপ নেই,
বই তো বই, আক্ষরিক সংসার।
ফুল ঝরে, বারুদ পোড়ে
ধ্বংসাবশেষ মাঠে অক্ষত পতপত
উড়তে থাকে বইয়ের অভয় ইসলাম।
নালিশ
"""""""""
কথার ওপর থেকে
দিন সরলে,
গন্ধ ও রঙের আকারে
নোঙর করে পাতাঝরা মরশুম।
যে কথা দিয়ে কথা রাখে না
অসহিষ্ণু সেই তাকে বয়ে বেড়ানো
কদাচিৎ সুখের চেয়ে কম কিছু নয়।
==============================
বাসুল্যা // সবং , শ্যামসুন্দর পুর // পশ্চিম মেদিনীপুর-৭২১১৫৫
0 মন্তব্যসমূহ