E-দুইপাতা পত্রিকা সম্পাদক: নীলোৎপল জানা ১১৯তম প্রথম সংখ্যা ২০২৬

 E-দুপাতা পত্রিকা

সম্পাদক: নীলোৎপল জানা

১১৯তম প্রথম  সংখ্যা ২০২৬

duiipatalokpathpatrika78@gmail.com

--------------------------------------------

No photo description available.

দীপক আদকের দুটো কবিতা

অনাসৃষ্টির অহমিকা

 

পলে পলে প্রথিত এক অবাধ্য স্বর্গ

ভুবনমোহিনী কাজল-কালো চোখের ঝড়ে ;

অনাসৃষ্টির উপাখ্যান রচি স্পর্ধায়

ব্রহ্মাণ্ডের সাজানো সব মিথ্যার ভিড়ে ।

 

মাপা পৃথিবীর শান্ত শীতল ঘরে -

চেয়েছি প্রলয়, মিলেছে কাঙ্ক্ষিত কণিকা ;

কোনো বারণ, কোনো সীমারেখা না-মানা

ভস্ম থেকে জন্মানো ফিনিক্স অহমিকা ।

 

মিথ্যার বিভূষনে চেয়েছিল বিষম বশ্যতা

পাহাড় খসে পড়া পাথর বুকে তাই তীব্র দাহ ;

শান্ত নদীর ধারা নয়, অবাধ্য দম্ভে শেষ দেখা

ভাঙা-গড়ার খেলাতেই বুঝি পরম উৎসাহ।

 

প্রাচীন কাব্যের সলজ্জ অনুকরণ সয়ে

আগুনের প্রচন্ড শিখা বুকে বেঁধে রাখি ;

বুনো প্রেমের কোনো উত্তরসূরি নেই

অনাসৃষ্টির অহমিকা নিয়ে মহাকাশ মাপি।

২.

জলপরী

 

নিশুতি রাতে ধরা দেয় সুপ্তি সমাহিত চোখে

জলজ ঐশ্বর্যে ভুরপুর মিশরীয় জলপরী ;

পটিয়সী ঝিনুকের সংগীতে আত্মহারা

চিকন বালি বিছানায় শায়িতা সে লাস্যময়ী ।

 

শ্রেষ্ঠ কারিগরের শ্রেষ্ঠ মূর্তির খেতাব,

স্রষ্টার সুচিন্তিত ফসল সে রূপবতী ;

সহস্র গুন প্রগাঢ় সৌন্দর্য্যের আগার

অপূর্ব রহস্যরূপী সে অনুপম মোহময়ী ।

 

অনাবৃত ভেজা শরীরের নিপুণ ভঙ্গিমায় ,

নগ্ন হাতের কুহকিনী ইশারায়

গহীন কাস্পিয়ানের অতল তলদেশে থেকে

সাগরসেঁচে মুক্তো আনার অভিলাষ জন্মায় ।

 

তোমার মায়াবী রূপ অবলোকনে

ডুবতে ডুবতে ঠাঁই পাই রেপটেলিয়ান যুগে ;

আমি আদিম প্রেমিক হয়ে উঠি

অশান্ত সমুদ্রে শঙ্খ প্রেমের সুর তুলে ...

                               -----------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ