দুইপাতা পত্রিকা ১০৫তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫

 

E- দুইপাতা পত্রিকা

১০৫তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com

 

গুচ্ছ কবিতা

বেঁচে থাকার জন্য

মোনালিসা পাহাড়ী

 

বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না

 জমিজমা, বাড়ি গাড়ি, আসবাবপত্র নাহলেও চলবে

শুধু দু'একটি মানুষ প্রয়োজন

রান্না করে গুছিয়ে খেতে দেওয়ার জন্য

বাড়ি ফিরতে দেরি হলে দরজায় দাঁড়িয়ে থাকার জন্য

অসুখ করলে রাত জেগে সেবা করার জন্য...

 

সর্বস্ব উজাড় করে দেওয়ার পরেও

তাদের কাছ থেকে আঘাত পেয়ে

অভিমানে কাঁদার জন্য

দু'একটি মানুষ প্রয়োজন

 

দিনের শেষে যাদের হাসিমুখ দেখে

নিজেকে সুখী মনে হয়

মনে হয় বেঁচে থাকা বড্ড দামী

বড্ড আদরের, আনন্দের।।

 

 ভুল কে ভুল বলা মানুষটি

 লাশ কাটা ঘরেও রেহাই মিলল না তোর

 কেটে ছিঁড়ে নাড়িভুঁড়ি বের করে

মগজ টেনে তারা প্রমাণ করলো

'জীবনের ওপর তোর কোনো অধিকার ছিল না,

মৃত্যুর ওপর ও নেই...'

 

রাষ্ট্র যাকে মারে, মরার পরেও মারে

শাসকের লাঠির আঘাত যতই ছিন্নভিন্ন করুক তোকে

তার প্রমাণ তোকে দিতে হবে আরও টুকরো টুকরো হয়ে

রক্তজলে ভিজে পচে গলে...

 

ক্ষমতার চোখ,হুমকির বজ্রমুষ্টির সামনে

বুক চিতিয়ে দাঁড়িয়ে তুই প্রমাণ করেছিস

 

অজস্র লাশের ভিড়ে দু'একটি মানুষ এখনও বেঁচে আছে

যারা ভুল কে ভুল বলতে জানে।

ভালোবাসা বলে কিছু হয় না

 দিনান্তে তোমাকে চোখের দেখা

 দেখবো বলেই ঘর বেঁধেছি।

 

তোমার ঘামে পোড়া শরীর,স্নানে

সিক্ত চুল,বাসি মুখের ঘ্রাণ নিতে নিতে

আরও ডুবে যেতে চাই...

 

নিয়মমতো ভালো নাই বা বাসলে

হিসেব করে কাছে নাই বা ডাকলে

মুহূর্তের পাওয়ায় ঋদ্ধ আমি

 

ভালোবাসা বলে আলাদা করে কিছু হয় না

আসলে সবাই অভ্যেসের বশ

 

যেমন তুমি আমার অভ্যেস

শ্বাস প্রশ্বাসের মতো...


স্বপ্ন দেখার চোখ

নদীজন্ম পাশে ফেলে রেখে

যে জলকনা শুধু আকাশের সাথে সখ্যতা করে

হাওয়ার আঘাতে গুঁড়ো গুঁড়ো হয় সে কালের নিয়মে

ছুটে মরে দিকে দিকে

ত্রস্ত যাযাবরের মতো

ঝরে পড়ে অবেলায় গোবি সাহারায়

শুষে নেয় ধুলোজমি নির্মম ক্রোধে

অথবা প্রখর তাপ দুরন্ত রোদে...

 

অথচ শুষ্ক উপত্যকা

সাজিয়ে রেখেছে আজও শয্যা শরীর

মায়ার আঁচল

দুচোখে কাজল তার মুছে গেছে কবে

তবু সে স্বপ্ন বোনে ঘোলাটে দৃষ্টি হেনে একাকী আনমনে

বিন্দু বিন্দু জলকনা বয়ে যাবে নিরলস

আবারও মুখর কলরবে ।


আত্ম সুখ

স্বপ্নে সেদিন বলল একটা পাহাড়

আমাকে খোঁজো, খোঁজো দেখি চূড়োটিকে

খুঁজছি আমি কোনা কোনা ছান মেরে

এই পৃথিবীর দেশে দেশে দিকে দিকে।

 

আর একদিন তো উতলা একটা নদী

হারিয়ে গেল মরু বালি সাহারাতে,

কখন কোথায় কোন পথ দিয়ে গেল-

বুঝিনি সে সব, ছিলাম না পাহারাতে।

 

ঐ তো সেদিন মস্ত সাগর খানা

জল থৈ থৈ তার সারা অন্তর

আজ নাকি সে বালির পাহাড় শুধুই!

তার বুক জুড়ে উষ্ণ আগুন ঝড়।

 

কাল যে ছিল সবুজে সবুজে ভরা

আজ তার বুকে পোড়া ঘাস জেগে আছে

মুখ ফিরে থাকি, দেখবো না কিছুতেই

আত্ম সুখের বিঘ্ন ঘটে পাছে।

=====

monalisapahari@gmail.com

দাঁতন, পশ্চিম মেদিনীপুর

কমেন্ট ও ফলো করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ