E- দুইপাতা পত্রিকা
১০৬তম প্রথম সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com
মোহনা
জুলি লাহিড়ী
উৎস থেকে মোহনা খুঁজি টালমাটাল পায়ে
সন্ধ্যেবেলার ধূসর আলো ছড়িয়ে যায় গায়ে
নাছোড়বান্দা দিনযাপন দুঃস্বপ্নের রাত
সাজানো চিতা, পুড়ছে শোক, উধাও সংঘাত
২.
লজ্জা
রাধাচূড়ার দোলা দেখে নিজের রূপ আঁকি
মেঘ দাঁড়ানো বৃষ্টি দিনে করি কার স্তব?
চঞ্চলতার আয়োজনে ঘোমটায় মুখ ঢাকি
জলের বুকে খুজে পাই নিজের অবয়ব...
৩.
কাকাতুয়া
কাকাতুয়া ঠোঁট গাঁথে অক্ষরমালা
ক্ষত আছে বুকে, আছে নানাবিধ জ্বালা
অভিমান পুষে রাখে হৃদয়ের ভাজে
সময়ের খোঁজ নেয় ছায়াছায়া সাঁঝে
মনে ভাবে একদিন উড়বে পালক
ঘাড় তুলে স্তব করে মুক্তির শ্লোক।
৪.
ইচ্ছামতী
বিষাদ ওরে, গভীরে বিরহ দিয়ে যায় হাতছানি
শেষ ঠিকানা স্রোতস্বিনী, করে কানাকানি।
মনখারাপের কৌশল ভুলে তীরে দাড়াই একা
ইচ্ছামতীর গভীরে দুজন হবে আবার দেখা?
৫.
চাঁদ
রিক্সাওয়ালার ঘরে উঁকি মারে চাঁদ
নিদ্রাহীন চারটি চোখ, হৃদি উন্মাদ
সুখ-দুঃখ পাশাপাশি কাটে ডুব সাঁতার
ভাষাহীন তীব্র প্রেম, সাক্ষী ভাঙ্গা দ্বার...
0 মন্তব্যসমূহ