E- দুইপাতা পত্রিকা
১০৫তম পঞ্চম সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com
গুচ্ছ কবিতা
তৈমুর খান
১
স্বচ্ছন্দ
💚
পড়শির বিকেল ওড়ে সন্ধ্যার মুখে
ছদ্ম ও ছন্ন দিন কেটে যায়
আমলকী বনে পাখি ডেকে ওঠে
নীল সরবত কার ? জলাশয় মাখামাখি
সাঁতারের বেগে ডুবে যায় সন্ধ্যার হাঁস।
মেরুন রঙের ফ্রকে আমার বালিকা বধূ শাঁখ বাজায়।
তার খালি পায়ে চুমু ঝরে—
চুমুতে চুমুতে সন্ধ্যা হয়
এখানেই আরোগ্য আমার
এখানেই ঘুমোনোর স্বাধীনতা আছে
২
তৃষ্ণা
💚
কলসি নিয়ে বুকের কাছে দাঁড়িয়ে থাকো
কলসিতে জল রমণভাষা তারও বুঝি
বহুদিন তো গৃহছাড়া, এখনও কই কেউ ডাকে না।
ফাগুন মাসের আগুন পেরোই।
হাঁটুভর্তি নদীও কাঁদে—
দু'কূল বেয়ে কখন ছাপায়?
সেই অনুরাগ দেখব এখন কলসি নামাও
তৃষ্ণার জল বইতে থাকুক মগ্ন ধারায়
শিরায় শিরায় ফাগুন ডাকে
তোমার জলে নিষিদ্ধ স্নান
তৃষ্ণা নিয়ে জেগে আছি
রাস্তা দাও পৌঁছে যাই
৩
অভিসার
💚
পরান দুলে ওঠে
ঘোর রাস্তায় অভিসারের জাগরণ
যদিও রাতের জল্লাদ শান দেয়
জ্যোৎস্নার তলোয়ার
যদিও উন্মাদ ভয়ঙ্কর প্রহরায় থাকে
প্রেম আসে সীমানা ভেদ করে
প্রেম যায় এপার ওপার....
৪
নিজেকে ঘোষণা করার দিন
💚
অসংখ্য ছায়ারা বড়ো হয়েছে
মানবিক দুয়ার খুলে আমি বাইরে তাকাই
আজ নিজেকে ঘোষণা করার দিন
নিজেরই ভেতর থেকে বেরিয়ে আসছে
একে একে চিরন্তন মানবিক কায়া…
৫
আরশিনগরের পাখি
💚
আরশিনগরে কত চাঁদ ডুবে যায়
বাঁশি থেমে যায়
কত রাধা ফিরে যায় বাড়ি
কৃষ্ণের দেখা নেই, অথচ কথা ছিল…
কত কথা থাকে, কথারা গাছ হয় অবশেষে কৃষ্ণের উদ্দেশ্যে পাতাদের উৎসর্গ করে শ্রাবণের জলে ধুয়ে নেয় মুখ
আরশিনগরে মানুষ থাকে না?
ভেসে বেড়ায় শুধু মানুষের ছায়া
ছায়ারা পাখির মতো…
খুঁটে খুঁটে খায় মায়া....
0 মন্তব্যসমূহ