E- দুইপাতা পত্রিকা ১০৫তম চতুর্থ সংখ্যা, ২০২৫ সম্পাদক: নীলোৎপল জানা

 

E- দুইপাতা পত্রিকা

১০৫তম চতুর্থ সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com 


গুচ্ছ কবিতা

পথ মানে পরাজিত জীবনের নাম

খুকু ভূঞ্যা 

১:

আমাকে তোমার মত জ্বালিয়ে নাও
হয় সুগন্ধি বেরোবে অথবা চিতার ওম
অনিদ্রার এই রাত ঘিরে যত চাওয়া পাওয়ার হিসেব
আগুনে দহনে শুদ্ধ হোক
অথবা কলঙ্কিত
আমি আর জিততে চাইনা কোথাও

পথ মানে পরাজিত জীবনের নাম
যে ভোর আমার নয় কেন মিছে কাক ডাকার অপেক্ষা
ছায়ার আঁচলে বাড়ুক শীতঘুম

২:

পাশের বিছানা থেকে সুমনা বলছে এখনও জেগে!
রাত কত হলো জানো?
ঘুমাও মা, আমিও ঘুম খুঁজছি

মোবাইল বন্ধ করে ঘুমের ভান করি
কেউ জানে না
সংসারের চোখে নিরিবিলি ঘুম দিতে
নিদ্রাহীন বেহুলা

জেগে জেগে রাত হয়ে  গেছি

৩:

আমাকে হারাতে বিধি কপট পাশায় মেতেছে
ঘুম নেই
মধ্য গগনের শূন্যতার দিকে তাকিয়ে ভাবছি
কেন মানুষ আকাশের মত হয়না
এক ডোবা জীবন নিয়ে কিলবিল করে
স্রোত নেই বহতা নেই
শুধু গতিহীন শোক

অথচ চোখে নদীর নেশা
ভবিতব্য খেয়ে ফেললে ঢেউ
বালিপথ টেনে নিয়ে যায়
ঊষর মরুর দিকে

৪:

হৃদয় পোড়ার কাছে কেউ নেই
এত যে বন্ধুপ্রিয় আবেগ নিয়ে সলতে পাকানো
আগুন তার নির্ধারণ করে বেঁচে থাকার প্রতিটি ক্ষণ
দহনের আশ্চর্য পর্ব নিয়ে
জীবন হেঁটে যায় সব হারানোর দিকে
কিংবা আগুন লিখে দেয়
আশ্চর্য মরণের দহিত ইতিহাস

৫:

হয়তো তোমাকে নাও বলে যেতে পারি
অস্তিত্বের ক্ষয় হলে ব্যথারা সাবলীল
জমাটি অন্ধকারে লাড়ের সলতে ঠোঁটে বসে থাকে কোজাগরী প্রদীপ

অভিমান হৃদয়ের নিভৃত অলংকার
পুড়তে চেয়েছি বলে ভেবোনা
মৃত্যুর কাছাকাছি আছি
আসলে আগুনে আগুনে চেয়েছি পুড়ে যাওয়া জীবনের সুখ অসুখ


=============

খুকু ভূঞ্যা
প্রযত্নে, বলাই ভূঞ্যা
ভেমুয়া, সবং, পঃ মেদিনীপুর
সূচক,৭২১১৫৫


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ