E-দুইপাতা পত্রিকা
১১০তম প্রথম সংখ্যা , ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
সহজ কোনো ঝর্না
মহুয়া জানা
ওকে চেনেন বোধহয় ?
মনস্কামনার ভার জর্জর বট ,
তার ঠিক নীচেই বসে পাগলীটা ।
বিধুপুরের হাট পুড়েছে, সে খবর রাখেনা ।
স্বগ্রামে বহুবছর চাষাবাদের গন্ধ নেই --
ওর কোনো মাথাব্যথা নেই ।
সুজলগঞ্জের নদীতে বান ডেকেছে ,
পলিভরাট মাটি হবে গর্ভীনি ।
ভারা ভারা ফসল চোখে উদাসীন মেয়েটা ---
হাত ,পা ,চোখ কপাল সম্বল করে
হেসেই চলেছে ।
ক্ষুধা নেই , তৃষ্ণা নেই
সহজ কোনো ঝর্না যেনো --- ।
২.
একগোছা সাদাফুল
যদি ছবিটাই শেষ কথা বলে --
তাহলে আর কিছুই বলার নেই ।
নির্দয় সব পর্যায়গুলো শুয়ে আছে বোবা হয়ে ---
একটার পর একটা পেরিয়ে যেতে
গিয়ে লাফ দিই ,
পায়ে জড়িয়ে যায় পা --
পিছিয়ে পড়ি পিছলে ।
তুমি নিরন্তর ডাক দিয়ে যাও একই ভাবে --
ভিন্ন রূপ অভিন্ন আবেদনে ।
কিজানি কেন শুনতে পাইনা কিছু !
একগোছা সাদা ফুল রেখে গিয়ে
আমি বরাবরের মত হারিয়ে যাই ,
কেবলি হারিয়ে যাই ।
৩.
কাল আর কালবেলা
আজ আর কালের মধ্যে কত পার্থক্য দেখো ---
অথচ অনন্তকালই শিখিয়েছে প্রজাপতি হতে ,
কখনও বা মন্বন্তরের ভিক্ষুক ।
বাউলের গান ভাসিয়ে দিয়ে হতে বলেছে গৃহকোণের আলো ।
কাল আর কালবেলা হেঁটে গেছে পাশাপাশি --
তবু বিমর্ষ কাল ভুলতে চাইলেই
আলের রোদ্দুর হওয়া হয়না ,
দুখ কাঁধে হেঁটে যাই সুখপাখি হতে ।
৪.
সাদা কালো
এই যে সাদা কালো চিনতে চিনতে আলো আঁধারি চিনেছি ,
বিপক্ষ - পক্ষ চিনতে গিয়ে একাকীত্ব ,
বীরত্বের সামনে ঢাল আর পেছনের তরবারি দেখার বাকি নেই এখন --
তবু ছাদ ভরে গেলে জোছনায় ,
বিনম্র শিউলির একটি রাতের জীবন দর্শন বাতাস কাঁদায় ।
এও আর কম কি ?
সব সুন্দরই অর্থবহ -- সাদা আর কালোও ।
৫.
আত্মজ
আত্মার গন্ধ কেমন জানিনা
স্পর্শ কেমন শিখিনি --
একরত্তি আলো জড়িয়ে নিতেই স্পষ্ট হোল সব ,
কেমন যেন সিঁধিয়ে গেলাম মন রাঙানো ভেতর ঘরে ।
উজাড় করেছি সবটুকু মুক্তি বন্ধনের ভেতর থেকে --
এমন বোধ হচ্ছে কেন ?
আলোর গন্ধ বহুযুগ ধরে চিনি ।
0 মন্তব্যসমূহ