E- দুইপাতা পত্রিকা
১০৮তম পঞ্চম সংখ্যা , ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
আলপিন
কুশল মৈত্র
ভিতরে বৃষ্টি নামলে বাইরে ছাতা কাজে আসে না
ভিতরে মেঘ জমলে দৃশ্যমান হয়না কারোর
রোদচশমা যতই সেলুলয়েড তকমা আটায়
গ্লিসারির ত্বক চমকায়
তবু বোরোলিন খোঁজে
লাক্স সাবান বা লাক্স আন্ডারওয়ার
যাইহোক না কেন
চামড়া প্রাধান্য দেয় লজ্জায়!
কেমন শুকিয়ে যাচ্ছি দেখ আমরা
শীত গ্রীষ্ম কিংবা বর্ষা
কন্ডোমে মোরা আহ্লাদিত রাতগুলোতে
পলাতক সময় মঞ্চে ফিতে কাটাটা জরুরী
সিগন্যাল লাল কিংবা সবুজ মিনিটে মিনিটে পরিবর্তন হোক না কেন
হুইসপার মাসে লাগে একবারই
দোকানীও বোঝে
আমরাই বুঝিনা, করি শুধু ন্যাকামি
তবে আমরা কী সব হারামী!
২.
ইউক্যালিপটাস
ভাগশেষে পড়ে রয়েছে জীবন-নদী
আলোছায়া সময়টুকু চিনিয়েছে ব্যস্ততা
সময়ে অসময়ে ইউক্যালিপটাসকে ছুঁতে চাই
অভাব সে নিজে থেকে কেন্নোর মতো চেপে ধরে
এপাশে ওপাশে বিষণ্নতার ভাঁজে সূর্যের নিমন্ত্রিত আলো
আকাশে কালো মেঘ রাজপথে ধামাকা কার্নিভাল
বিসর্গ আর চন্দ্রবিন্দুর মাঝে ছিন্নমূল হাওয়া
হতাশা, অনিশ্চয়তা উঁকি মারে গলা ভাতের গন্ধ
হয়রানি আর্তনাদ চাপা পড়ে থাকে লজ্জাবতি পাতার ইশারায়
সাবধান সাবধান সামনে মুখোমুখি হিল্লোল মেঘেদের জোয়ার।
৩.
অনিকেত আঁধার
কতোশতো সংলাপ ঘুরে বেড়ায় চারপাশে
সেগুলো গুছিয়ে নিয়ে স্টোরিরাইটিং চলছে
তা দেখানো হবে কিলিং সিরিয়ালে
এপিসোডের পর এপিসোড
মুখবন্ধ থোরবোড়ি কথার মায়াজাল
যজ্ঞহীন চিতাকাঠ নিভেও নেভেনা
ঘি-চন্দনকাঠ কিছুই পড়েনি তাতে
শুধুই অবাস্তব রোমাঞ্চ নিষেধের কপট ছলনা
অশ্রুর মিথ্যে খেলাঘর দাঁড়িয়ে রয়েছে
জানতে চাওয়াটা টাইমপাস অনিকেত আঁধার
৪.
কাচ
বুকের ভিতরের জমা খাতার নীরবতা
কখনো খাতায় প্রকাশ্যে ধরা পড়েনি।
মেঘ জমে বৃষ্টি পড়ে টুপটাপ নীরবে নিঃশব্দে
বাইরের আকাশ তখন নীল-নীলিমায়
পরিষ্কার ঝাঁ চকচকে কাচে রূপান্তর।
শরীরের ভিতরের অর্ধভেদী কাচ
বাইরের আতশ কাচেও বেমানান।
জলের গায়ে যে দুঃখলিপি লেগে থাকে
তা কখনো ধরা দেয় না, নিরুদ্দেশে উড়ে যায়
এমনই কতো উড়ন্ত কথারা মনের কলমে অলিখিত অপেক্ষার তৃষ্ণা
বেলাশেষের পাঁচিলে শ্যাওলায় পরিণত
৫.
জাতক
ভাঙতে ভাঙতে গঙ্গার পাড় ঘেসে
চিরন্তন সত্য শোকসংগীতের সুর আবহমান
সংগোপনে সম্মোহন মৃত্যু মিলিয়ে দিচ্ছে বুদ্ধ
শান্তি ওপারে স্থির বহমান তুলসিগাছে স্পর্শধ্বনি জন্মান্তর আবর্তে স্বয়ংক্রিয় লোভ ঝুঁকে পড়ে
স্পর্শে অনুভবে বহুত্বের সংস্পর্শে দর্শন ছন্দে
শুধু মৃত্যু কথা বলে
সময় নিরন্তর তখন...
==========================================
কুশল মৈত্র
সম্পাদক "মৈত্রীদূত"
বি-৮/১২, সংহতি আবাসন, ফ্লাট নং - এফ-১, পোস্ট - কল্যাণী, জেলা - নদিয়া, পিন- ৭৪১২৩৫, পশ্চিমবঙ্গ।
Email : kushalmaitra78@gmail.com
0 মন্তব্যসমূহ