E- দুইপাতা পত্রিকা ১০৮তম চতুর্থ সংখ্যা ।। কবি গৌতম পাত্র ।।২০২৫ সম্পাদক: নীলোৎপল জানা

 

E- দুইপাতা  ত্রিকা

১০৮তম  চতুর্থ সংখ্যা , ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

                                           G-mail: lokpathduiipatapatrika78@gmail.com


জলছাপ 

গৌতম পাত্র 


সূচক নেমে যাচ্ছে মাটিতে 

হাভাতের ঘরে ক্রমশ অজগরের মতো

ক্ষুধার অমাবস্যা উঁকি দিচ্ছে নিয়ত।

তবু উঁচু ঢিবির খাই কমেনা কোনদিন 

রঙগুলো উড়তে থাকে তারারন্ধ্রে 

জৈবনিক সময় এখন ঝুলন্ত 

সেতুর মতো দোদুল্যমান।

যেন শুধুই জলছাপের ব্যাকরণ 

ঘুরছে বৃত্তের চারপাশে।

২.

আত্মহত্যা 

শেষ ট্রেনের বাঁশি শোনা গেল

আমাদের উঠোন জুড়ে

কানামাছি খেলতে খেলতে কখন যে 

শত্রুতার মুখোশ পরে নিয়েছি জানি না 

কাউকে জানতে দিতেও চাইনি।

তারপর দৌড় খেলায়‌ জিততে গিয়ে

নিজেকেই ডুবিয়ে দিয়েছি আগুনে

এবার শুধু পুড়ে ছাই হবার অপেক্ষায় 

আমার সুখ কখন যে অসুখের

পদানত হয়েছে আমি নিজেই জানিনা।

৩.

রাস্তা বড় পিচ্ছিল 

রাস্তা বড় পিচ্ছিল 

কেউ কেউ দৌড়ায় ইচ্ছে মতো

কাঁধে পতাকা নিয়ে কেউ তো বেঁচে আছে

ভয়ার্ত চোখ গুলো পরাজিত সৈনিকের মতো

শুধু ই দোষ দ্যাখে ক্ষণে ক্ষণে।

আমি ওসব দেখিনা

আমি মানুষের মন এবং ব্যাকরণের পাতা দেখি।

সমস্যমান পদের ঐক্যবদ্ধ যুদ্ধ 

আমকে মুগ্ধ করে অসময়ে

পিচ্ছিল রাস্তায় ও আলো আছে

শুধু নিজেকে খুঁজে নিতে হয় জীবন।

৪.

সঙ্গম মূহুর্তে 

সঙ্গম মূহুর্তে পাহাড়ে ধ্বস নামছিল 

তখন নারীটির তলপেটে কারা যেন 

এঁকে দিয়ে গেল খন্ড খন্ড ভারতবর্ষ।


এখানে মানুষ নেই মন ও নেই 

আছে অমিমাঙসিত ব্যকরণ

আনন্দ উচ্ছ্বাস  সব যেন 

ডুবে যাওয়া চাঁদের কলঙ্কিত অধ্যায়

অথচ ডুবে যাওয়া নাবিক আশা দেখায়।

৫.

প্রশ্ন চিহ্নের মাঝে

হাজার প্রশ্ন চিহ্নের মাঝখানে দাড়িয়ে আছি অনন্তকাল 

উত্তর পাইনি আজ ও।

এ যেন ঝুলন্ত সেতুর ঝুঁকি পূর্ন  বাঁচা 

তবু ইচ্ছে পুরুষ খোঁজে বৈভবের জীবন

অসামঞ্জস্য প্রত্যয় এঁকে দিয়ে যায় মিথ্যের প্রতিবিম্ব 

অথচ সারা শরীরে তখন ফুটে ওঠে মৃত্যুর মানচিত্র।

প্রশ্ন গুলো থেকে যায় আজন্ম


=====================================

রামনগর ।। দীঘা ।। পূর্ব মেদিনীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ