E- দুইপাতা পত্রিকা
১০৭তম চতুর্থ সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
Mail iD: lokpathduiipatapatrika1978@gmail.com
জল
মালা ঘোষ মিত্র
নিজেকে বড্ড অচেনা লাগে
জলজ আঁকিবুঁকি জানালার কাঁচে
চলেছি যে যার পথে
ধানখেতে পরিযায়ীর মতো খুঁজছিলে কিছু
রাশিফল গণিতের সমাধান
কেবলই কি প্রথম দ্বিতীয় বন্ধনী-----
নিয়নের আলোয় বারান্দা আলোকিত
গোলাপের পাপড়ি আসে পড়ে
কাঁপতে থাকি-----
হারানোর ভয়ে----
স্পর্শ সুখ-----
গহীন জলে ভাসিয়ে রাখি।।
(২)
ইচ্ছা
বুনোফুল আর শিরিষ গাছে দুপাশ ভরা
নয়নতারাও পাঁচিলে গায়ে-----
অপূর্ব অক্ষরমালায় রোদ
মুখোমুখি কথোপকথনে মন উন্মুখ,
অভিমানে এসে কুন্ডলী বাঁধে----
বেঁচে থাকার ইচ্ছা নষ্ট হয়,
দুচোখের কাজল ঘন-----
অন্যদিকে মুখ করে থাকি
দেখবো না কিছুতেই----
হাতের আইসক্রিম গলে জল
ঠোঁট ছুঁয়ে থাক নিবিড়তায়
শরীর এখন আগুন পেতে জাগে।
(৩)
সমাধান
স্বপ্ন দেখা কি দোষের
ভালোবাসার কথায় ভেঙে যায় মন,
ফুলের প্রদর্শনীতে সন্ধ্যায় বেজে ওঠে
সেতারের মূর্ছনা------
চন্দ্রমল্লিকায় চোখ পড়ে যায়,
কবরস্থানের পাশে গোলাপের সুগন্ধি
নিঃসঙ্গতায় মন আনমনা
জোছনায় ভেসে ওঠে----
মাঝে মাঝে দেহের বিকৃতিগুলো খুঁজি
সমাধানে লাগে সময়, জ্যামিতি,পথ্য
সেই বাড়ি কালো জানালা
লোহার মোটা রড------
সবসময় উন্মুক্ত----
হয় না শিলালিপি উদ্ধার।।
(৪)
বেজে যায়
নাভির নিচে ট্যাটু
খনন করতেই ম ম গন্ধ
ঝুঁকে আসে শরীর, আকর্ষণীয় উত্তেজনা
কতকিছু গোপনে আঁকা হয়ে যাচ্ছে,
ক্যানভাসের তুলিতে-----
উপত্যকায় জ্যোৎস্না------
চারিদিক নিশ্চুপ-
অনুভূত হয় প্রতিটি ফোঁটা
ঈর্ষান্বিত হয়---
মায়ার বাঁশি বেজে ওঠে
মেহগনি বনে রোদ এসে পড়ে।
শিমুল তুলো বাতাসে ওড়ে।।
(৫)
সুগন্ধ
গোলাপগাছ সুবিস্তীর্ণ মাঠে
অনুভব করি এক পরম মায়া
ছায়াঘন বাঁশবাগান আলপনা আঁকে
কার্নিশে পড়ে থাকে রোদ
দুর্ভেদ্য জঙ্গলে বীজ-----
রোদে জলে অঙ্কুরিত-
মুথা ঘাস মাথায় ফড়িং,
পিঁপড়েরা জামরুলের পাতায়
বাসা বাঁধে চড়ুইও ঘাস দিয়ে-
শুধুই মগ্নতা
চিরহরিৎ গাছেরা রূপ বদলায়
বন্দিশের সুরে ভাসে।।
-------------------------------------------
ঠিকানা
মালা ঘোষ মিত্র
কোড়ার বাগান
বনগ্ৰাম, উত্তর ২৪পরগণা
পিন-743235

0 মন্তব্যসমূহ