E- দুইপাতা পত্রিকা
১০৮তম দ্বিতীয় সংখ্যা , ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
১ চশমা
আয়নায় অচেনা ছায়া পড়ে একদিন
কী নাম? ঠিকানা কোথায়...
হাসির ভেতর ফুটে ওঠে ইনজেকশনের মত মৃদু ব্যথা
ধরা পড়ে যাই
হে মনোমোহিনী যৌবন
একটি ফ্রেমে দুটি কাচ
তোমাকে টেনে লম্বা করে দিয়েছে সামনের দিকে
এখন অনায়াসে বৌদি থেকে আন্টি বলা যায়
মনের মৌবনে তবু আজও চৈত্রপবন
চশমা যে কতকিছু ঝাপসা করে দেয় !
২. ঘর
হারিয়ে যাওয়া কবিতার বই খুঁজতে গিয়ে
এ ঘর সে ঘর পরিক্রমা হয়ে যায়
একই বাড়ি
আলাদা আলাদা ঘর
শেষ কবে যেন শোওয়ার ঘরে তোমার সুগন্ধ ভাসতো!
বিছানায় আলগা হয়ে খসে পড়ত গোলাপের পাপড়ি
তখনও হাতখোঁপায় বেঁধে রাখতে চুল, প্রেম ও
একদিন ঘর ভেঙে ভেঙে যায়
মাঝরাতে পাহারাদারের হুইসল যেমন করে ভেঙে দেয় ঘুম
৩. দেওয়াল
দেওয়াল— এক অবশ্যম্ভাবী কাঁচি,
ভাগ করে দেয়
সুখ-দু:খ স্মৃতি অনুভব... সব... সব
ঠায় দাঁড়িয়ে দ্যাখে
আনন্দ, বেদনা, শোক, শীৎকার
স্মৃতি ঠুকে রাখে পেরেকে
মুখোশ ঝুলে থাকে
ক্যালেন্ডারে ওড়ে দিন, মাস, বছর
একসময় দেওয়ালের বয়েস হয়
খসে পড়ে পলেস্তারা
চুন-সুড়কি মানুষ নাকি!
সারাজীবন একসঙ্গে থাকার অভিনয় করে যাবে !
৪. জল
বাটিতে রাখলে বাটি
থালায় রাখলে থালা
কেমন সহজ হয়ে পড়ে থাকে
অনায়াসে গড়িয়ে যায়
যেদিকে দিয়েছ যেতে
শুধু ফুঁসে উঠলেই সর্বনাশ
যেটুকু পাও তাই ধরে রাখো
বেঁধে রেখো না
জমে জমে একদিন রাগ ও ফেটে পড়ে
রাগ কখনো জল হয়ে যায় জানি
জল রেগে গেলে কী হয় সে তো জানো !
৫. আলো নেই
সারা বাড়িতে ভিন ভিন করে অস্বস্তি ফুটে ওঠে
আপন্ন রাতে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলে
যতদূর দেখা যায় জোনাকির মত ইশারা
লোডশেডিং ঘরবন্দী মানুষকে উন্মুক্ত করে
হাতপাখা বারবার পড়ে যায় হাত থেকে
আবার নড়ে চড়ে ওঠে অন্ধকারে
অন্তরা দাঁ
পূর্ব বর্ধমান
0 মন্তব্যসমূহ