E-দুইপাতা পত্রিকা
১১২তম প্রথম সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
কবিতাগুচ্ছ
বিকাশ চন্দ
সহোদর
আত্মার সাথে জুড়ে আছে নাকি দৈবের প্রেরণা
আশ্চর্য আমিত্ববোধে সব কিছু দিব্যি ভুলে গেছে
আদিজননীর প্রাণশক্তি কথা
দু'হাতের আড়ালে প্রণের ধ্বক বোঝেন আপনি
শোনেন কি রক্তের ভেতর মৌলিক যন্ত্রণার শব্দ
মেধা সত্ত্বা বদলে যায় ক্যালেন্ডারের তারিখের মতো
দেখে নিতে চায় অক্ষত প্রাণশক্তির মৌলিক ব্যার্থতা
অনিবার্য নিয়তি জানেনা ধর্ষণ প্রথা কোন শ্লোকে আছে
আজও আসুরিক উল্লাস ছেঁড়ে দ্রৌপদী সম্ভ্রম
গ্রহ ফেরতা জীবন খোঁজে পৃথিবীর শ্বাস
ডিম ফাটা চাঁদের আলোয় ভাসে রাতের পাঁজর
আজন্ম চেনা পথে কোথায় আত্মার সহোদর
২.
অঙ্কুর অবশেষ
চোখের জলে কতবার থমকে গেছে
তবুও বিসর্জনে বাজে গোপন গানের কথা
পোড়া জীবনের আগুন ধোঁয়ায় ভারি বিষণ্ণ আকাশ
অন্তরে বাইরে থমকে দাঁড়ায় প্রসন্ন হাসিতে দেবদূত
চাতক শোনাচ্ছে বৃষ্টির গান শোনে বিষণ্ণ প্রকৃতি
বুকে জড়িয়ে দু'দিকে অনাম্নী আত্মার দুধ-ধান
সকল আদিকাল জানে ভালোবাসা ঘৃণা দুঃখ টুকু
দীর্ঘ যন্ত্রণা জ্বলনহীন আগুনেই পোড়ে অরব মগ্নতা
ঝরে যায় তর্পণের জলে দু'চোখে অশ্রু অবিরল
সকল বৃক্ষ ছায়া জানে আমাদের অঙ্কুর অবশেষ
মানুষের শুদ্ধতা খোঁজ রক্ত রসে আত্মীয় পরম্পরা
এদিক ওদিক ছড়িয়ে গোপন গানের আনন্দ ধারা
৩.
অরব উচ্চারণ
কে জানে কে বোনে বৃষ্টি মেঘের দুয়ারে
বৃষ্টির দেবতা আঁকে পূণ্যের ছবি
হঠাৎ শরীর ছুঁয়ে যায় বৃষ্টির আলপনা
মাটির অঙ্কুর আঁকে জীবন জড়িয়ে বৃক্ষের পূর্ণতা
আমাদের চেনা দুঃখে জাগে মাটির হৃদয়
ঋতুকাল ছুঁয়ে আত্মার দর্পণে সবুজ ফুলের রঙ
সকল বৃক্ষের পাতায় আত্মার সম্মোহন
পৃথিবীর শরীরে গান হয়ে ভেসে যায়
সবাই জানে একই বাকলে জড়িয়ে ধরেনা
জড়িয়ে ধরেনা অন্যগাছের অন্তহীন ভালোবাসা
তবুও নিবিড় আশ্রয় প্রাণ আর প্রাণীদের শুভেচ্ছায়
হৃদয়ে স্বর্গের সুর বাঁধে চিরন্তন মায়ায়
৪.
ক্ষেত্র ভূমি
দু'হাতে মরমি মাটি ছুঁলে বুঝতে পারি
কতটা সহনশীলতা বুক পেতে নেয় স্বেচ্ছাচার ক্রোধ
আমাদের প্রাত্যহিক মৌন অনুভূমি
খোঁজে জল হাওয়া একটু নরম সুখ
ঈশ্বর জানেন তিনিও ভাস্বর ফলে ফুলে পত্র পল্লবে
তবুও ক্ষমতার দহনে ঝলসে যায়
আমাদের সুরক্ষার বৃক্ষ তোরণ
নিঃশ্বাস ধারণের ক্ষেত্র ভূমি ধারণ করো আত্মায়
নতুন পৃথিবীর গান না হলে
যদি পৃথিবীর ছন্দ থেমে যায় অনিত্য মায়ায়
সাদা আকাশ ছুঁয়ে একদিন অরূপ স্বপ্নেরা
নিরন্ধ্র রাত্রি ভেঙে উঠে আসবে আলোর জোয়ারে
৫.
আত্মদাত্রী
ফুটিফাটা হেমন্ত মাঠের আঁচড় জানে
হলকর্ষণে আঁকা লক্ষ্মী মায়ের পায়ের ছাপ
কোজাগরী স্বপ্ন ঘিরে রাখে
ধানের আলোময় নবান্ন সকাল
অমাবস্যার কালো গিলে খায়
অতৃপ্ত আত্মার বসতি
তবুও বুক ভর্তি বিশ্বাস মাখে
সান্ধ্য সঙ্গীতের অবয়বে জাগে আত্মদাত্রী
ভালোবাসা ভেজায় শুকনো দুটো ঠোঁটের চুম্বন
সকল যৌবন বাঁধা দিশাহীন গুহায়
বিহ্বল যুবক যুবতী ঝিমুচ্ছে
প্রজাপতির ছেঁড়া রঙিন পাখার মতো
================================
কাঁথি।। দীঘা
0 মন্তব্যসমূহ