E-দুইপাতা পত্রিকা ১১১তম পঞ্চম সংখ্যা, ২০২৫ সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১১তম পঞ্চম সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

 


 শ্যামল রক্ষিতের কবিতা

একটি প্রাকৃত কবিতা গঠনপর্বে

 

প্রোডাক্টিভিটি নিয়ে চিৎকার-চেঁচামেচি বন্ধ করুন মশাই

আমরা এখন বস্তুর গঠনে আছি

 

কবে কোন সূর্যোদয় এসে আপনাকে দেখবে

সেই অপেক্ষার দিনগুজরান

 

অনন্তে মিল নেই

প্রদীপ জ্বলছে : বিকিরণের শেষ পর্যায় জগৎ ছিটকে ছিটকে পড়ছে

আমরা গা থেকে খুলে নিচ্ছি পুরোনো ঐতিহ্যগুলো

 

প্রান্তের জন্য আমাদের লড়াই :

একটি মৃত নক্ষত্রের শ্বাস শোনা যাচ্ছে ।

 ২.

পরিভ্রমণ

 ছি  বলতে নেই

বুকের গভীর থেকে তুলতে নেই আকাশ

মঞ্চ দখল করেই ছুঁড়তে হয় বোমা

 

যেদিক থেকে দেখো

মূর্তিগুলো মাথা সোজা করে হাঁটতে জানে না

মৃত্যুর গণ্ডি পেরিয়ে যেদিকে বাঁক নিক

রাস্তার মোড়ে পাহারা দিচ্ছে যথেচ্ছাচারের বিজ্ঞাপন

 

নিরপেক্ষতার কোনো সদর দরজা হয় না

সর্বনামের জোচ্চোরেরা উপনিবেশের কায়দাকানুন নিয়ে আয়েশ করে বসে আছে

উত্তরাধিকারের বিছানায়

 

আহা, রাত্রির কথা কেউ মনে রাখছি না

অরণ্যের পথ সমাপ্তি করে হরিণেরা ফিরে যাচ্ছে বাড়ি

ভদ্রলোকদের সময়-অসময় নেই, পথ অবরোধ করে হাঙ্গামা বাধাচ্ছে ।

 ৩.

অনুপস্থিতির অধিবিদ্যারা

 

কেউ একজন দাঁড়িয়ে আছে 

বৃষ্টিতে ভিজছে জগৎ

আমরা পড়ছি তোমার অনুষ্ঠানগুলি


বিবাহপর্ব শেষ করে এইমাত্র ফিরে যাচ্ছে

মধ্যপদলোপী কর্মধারয়

স্মরণকালে কেউ ইতিহাসের পৃষ্ঠা উল্টাচ্ছে না

 

পাতায় পাতায় কেউ একজন তোমাকে সঙ্গে নিয়ে

বিবাহবাসরে ঢুকছে 

মিসাইল মুখ থুপড়ে পড়ে আছে তোমার অন্তর্বাণিজ্যে ।

 ৪.

উপনিষদ


মাঝে মাঝে গাছের ডালে বসে পাখি ।


রাত নির্জন হয়

দিনের ঐকতান মিশে থাকে গাছের ঐশ্বর্যে

আমি জীর্ণ কুটির থেকে দেখি :

পাখিরা ফুল তুলছে অরণ্যের আদিলতায়


নদীতে স্নান সেরে যুবতী সম্ভাষণ গাছের কাছে এসে

দাঁড়িয়ে পাখি দেখে

আর ঈর্ষার সৌন্দর্যকে খুঁটে খুঁটে খায় ।

৫.

সব রাস্তাই সাম্রাজ্যবাদী 

সিগারেট আছে ? '

ম্যাচিস হাতে লোকটি জিজ্ঞেস করে । 

কোনো কথা না বলে আমি তাকে আমেরিকা দেখিয়ে দিই  ।


===========================

 সুতাহাটা ।। হলদিয়া

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ