E-দুইপাতা পত্রিকা ১১২তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫ ।। কবি প্রবীর রায়চৌধুরী ।।সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১২তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com


কেন ভুল  জানি ভুল

প্রবীর রায়চৌধুরীর কবিতাগুচ্ছ

 

ভুল বানানে চিঠি লেখো এত!

কত দাগ দেব?

 

ফুরিয়ে যায় কলমের সব মার্জনা।

 

আমিও তো কত ভুল করি

লেখায় নয় রেখায়।

 

তখন আমার ভুলের নিচে

লাল দাগ হয়ে

শুয়ে থাকো হেসে।

 

(দুই)

সার্থকতা


উড়াল সার্থক হয়

যতক্ষণ থাকে মাটির কাছাকাছি

না হলে সারাক্ষণ শূন্যতা ভরে থাকে

ডম্বরুর বেদনা ডিক্ ডিক্ বেজে যায় বুকে ।

মহাসিন্ধু হাত নাড়ে

আয় দেখি ভাসান প্রতিমা!

যাব, আর প্রলম্বিত করব না কবিতা  আমার

শুধু কিছু পরিমার্জনার সময় নিতে চাই।

 

(তিন)

ঋণ 

স্বপ্ন দেখি

মেঘের ভিতর লুকিয়ে আছে ভোর

স্বপ্ন দেখি

ঘুমিয়ে আছে গোলাপ বুকে তোর।

 

শিমূল পলাশ ফুটছে আমার দেশ

উঠছে জেগে, এবার বোধ হয় কৃষ্ণপক্ষ শেষ

শুধবে রক্ত ঋণ।

 (চার)

কেশ বিন্যাসের স্মৃতি কথা


গুন গুন সুরে তুমি প্রাক সন্ধ্যার বিনুনি বন্ধনে

আঙুলের যাওয়া আসা পিয়ানো বাজানো

চুল থেকে নেমে আসতো গানের ঝরণা।


এবার প্রদীপ জ্বালো

উত্তরের জানলা খুলে দাও

পৃথিবীর দিকে চেয়ে দেখো

তোমার গানের সুরে

কতখানি রাত্রি ঝরালে!

 (পাঁচ)

দিন অবসানে

এই অবসান নিয়ে কী করব আমি

ক্লিশিত পাণ্ডুলিপি সবটাই শুধু বদনামই

 

মেঘের ভিতরে ওড়ে অদৃশ্য পাখি একটাই

সারাদিন পুড়ে পুড়ে অ্যাশট্রেতে ম্রিয়মান ছাই।

 

রাতের নোঙর খোলা অনিশ্চিত ভাসে জলযান

ফুলের কেয়ারি ছিল, দৃশ্যত রিক্ত বাগান

এমন অগৌরব ভেবেছিল অর্বাচীন মালি?

কী ভাবে জোয়ার আনি, কী ভাবে যে ধোবো কাদা বালি!!













একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ