E-দুইপাতা পত্রিকা ১১২তম তৃতীয় সংখ্যা, ২০২৫ ।। কবি বনশ্রী রায় দাস ।। সম্পাদক: নীলোৎপল জানা

E-দুপাতা ত্রিকা

১১২তম তৃতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

তিলোত্তমা তুমি

বনশ্রী রায় দাসের গুচ্ছকবিতা 

( ১)

সেদিন কী ভেসেছিল রাত

                     অশ্রুস্রোতে

 

পরীক্ষার পর পরীক্ষা দিতে হবে

ঘাতে অভিঘাতে ?

 

ঠাকুরঘরে পাঁচালি পাঠ, আহুতি

এখন শুধু একটা নষ্ট শ্লোকে

 

শর্ত পূরণে পঞ্চস্বামীর পাঞ্চালী

বুকে বেঁধা শক্তিসেল

 

বদলায়নি কিছুই ছিল যেমন

 

শুধু বদলে গেছে বস্ত্রহরণের পদ্ধতি

 

( ২)

 

সেই কোন যুগে খঞ্জনার তালে

বেহুলার নৃত্য খরশান

 

বিনিময় বুঝে নিতে জাগরূক

আমোদপ্রিয় দেবসভা

 

দুর্বলতার সুযোগে হাঁড়িকাঠে

বলি অথবা সহমৃতা

সেকি প্রবল ব্যথা

 

অচ্ছুত হয় রমণী, ঘরে বাইরে

 

তবুও তো হয়নি ধরণী দ্বিধা

 

 ( ৩ )

মেয়েবেলা শিখেছে বদ্ধঘর 

নিমগ্নপাঠের মুকুলিত কুঁড়ি

 

ওদিকে যাস না তুই নম্র-সারস 

 

হায়নার চোখে লিবিডো-জ্বর

তীক্ষ্ণ অশনি

ভুঁয়ে লুটাবে কুলকুণ্ডলিনী

 

মুখরিত বল্লরী ঘুরে দাঁড়াবার

 

( ৪ )

 

কিশোরী তুমি ঋতুমতী

 

কফিনে প্রথম পেরেক

 

চুলচেরা বিশ্লেষণের নিরিখে

লুকিয়ে রাখ ঐশ্বর্য মোহর

 

ছুটিয়ে ঘোড়া ফুলিয়ে কেসর

 

বর্গী আসে লকলকে ওই

জিহ্বার শিহর

 

( ৫ )

 

একটাই জন্ম কিন্তু

মৃত্যু বহুবার

প্রস্তুত হও রণপায়ে, মজানদী

 

ভূমিকম্প আসুক দারুন হুঙ্কারে

একাই ঐশী বিদ্ধ করে

জ্বালাময়ী ত্রিশূলে

 

রাক্ষসের বুক চিরে

স্তব্ধ কর শোক চিরতরে

 

মহাপ্রলয় রুখে দাও চরণপদ্মে

------------------------------------

 মেচাদা ।। পূর্ব মেদিনীপুর 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ