E-দুইপাতা পত্রিকা ১১৩তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫ ।।কবি রেবা সরকার ।। সম্পাদক: নীলোৎপল জানা

 

E-দুপাতা ত্রিকা

১১৩তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com


কবি রেবা সরকার

দীর্ঘ সমীকরণ

১.

নারীর কাছে সঠিক হৃদয়ের হাত না থাকলে না থাকাই শ্রেয়

উপযুক্ত হাত নারী টেনে নেয় ও  সাহস যোগায়

বৃক্ষ লতায় পাতায় জড়িয়ে থাকে, মায়া ছড়ায় আহিত হাতে লতা নারী হয়

কথা ও কবিতায় নদী নারী বৃক্ষ হাজার বার এসেছে

মাটির সহবাসে দীর্ঘ সমীকরণ আসেনি

 

 

২.

হাত চোখ যথাযথ শরীর ও মন

দীর্ঘ সমীকরণের পর জীবনের মধ্যে জীবন

চেয়ে দেখ ওই বৃক্ষটির দিকে

দেহ প্রত্যয়ে সভ্যতা গড়ে উঠেছে

গঠিত হয়েছে তরুলিপি

প্রযুক্তিগত মনন এবং প্রীতি

 

যুগ যুগ ধরে চেয়ে থাকা আশ্চর্য প্রকৃতি

কিছু কথা মনে রাখার মত

গায়ে কাঁটা দেয়

 

আগল খুলে দাঁড়িয়ে থাকা

নতুন পাতাগুলো ভাষা হয়ে ওঠে।

 

৩.

গভীর অরণ্যে আমি ভ্রমণ-পিপাসু

অরণ্যের গন্ধে আমার বুক ভরে ওঠে

শ্বাস নিতে থাকি ভালো করে বাঁচতে

 

আমার পেছনে অনেক লোক

তারাও এসেছে শ্বাস নিতে এই

বনের ভেতর

বাঘের গন্ধ পেয়ে তারা

বাঁচতে চায় বাঘের মতো

 

বেঁচে থাকা একেকরকম উদ্দেশ্য

 

গাছ মাথা তুলে থাকে

ময়ূর নাচে বনমোরগ ডাকে

হাতির দল জল খেতে নামে জলে

চিতাবাঘের গন্ধ

মাটিতে পড়ে থাকে সাপের খোলস

 

ময়ূরপুচ্ছ বেডরুমের টিকটিকি তাড়ায়

 

সাময়িক জীবন ঐতিহাসিক।

 

৪.

টং ঘরে ওঠো

      একা নেমে এস

              সিঁড়ি বেঁধে।

 

মজবুত ঘর ও সিঁড়ি।

 

ঠিকানা বিহীন পথে সবকিছু অজানা

পাখির দল ফেরে নিজের ঠিকানায়।

 

৫.

অদ্ভুত কীট পতঙ্গ ও মানুষ

জলের পৃথিবী।

পরিবর্তনশীল যুগের হাওয়া

মৃত্যুমুখি জীবন।

 

এই সেই পৃথিবীর ঘর।

 

৬.

জলশহরের বুকে গাছগুলো ডালপালা ছড়িয়ে উর্ধমুখী

দোতলা ঘরের বারান্দায় সাজিয়ে রাখা সারি সারি ফুলের টব

ঝুলন্ত টব বাতাসে দুলে ওঠে

অমায়িক চাঁদ আলো ছড়ায়

সকালে সন্ধ্যায় ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে

মাটিতে হাসনুহানা ও বোগেনভেলিয়া চিরস্থায়ী গাছ

এখানে প্রতি দিন আলো ফোটে পাতার অক্ষরে অক্ষরে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ