E-দুইপাতা পত্রিকা ১১৪তম তৃতীয় সংখ্যা, ২০২৫ ।। কবি সৌগত প্রধান।। সম্পাদক: নীলোৎপল জানা

 

E-দুপাতা ত্রিকা

১১৪তম তৃতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com


সৌগত প্রধানের ৫টি কবিতা

১.

সরলরেখা

 

নির্জন সমুদ্রের সামনে দাঁড়িয়ে দেখি

জল থেকে ছিটকে আসা একটা মাছের

জলে ফিরে যাওয়ার তীব্র ছট্‌ফটানি

অনেকটা আহুতির মতো ছিটকে পড়ে

আমার কবিতা ঘরে ........

 

নির্জন সমুদ্রের সামনে দাঁড়াই,

আস্তে আস্তে আমিও নির্জন হয়ে যাই ........

 

একসময় সমুদ্র ফিরিয়ে নেয় মাছটিকে

আর আমি নির্জন থেকে নির্জন হতে হতে

ক্রমশঃ সরলরেখা হয়ে যাই .......

 

২.

বুদ্ধদেব

 

ধর্মের জামা গায়ে নিলে মানুষের রং কতটা বদলায়!

 

হাতে জড়ানো আগুনের গন্ধে

মনের ভিতর বাসা বেঁধে থাকা

আদিম  অসহিষ্ণুতাকে সহজেই পুড়িয়ে ফেলা যায়

''বয়ধম্মা সঙ্খারা অপ্পমাদেন সম্পাদেখা'' -তে...

 

যে সাধনায়  সত্য  ''বোধি''  হয়

সে অভ্যাসে সাতচক্রের জাগরণে তৈরী

মহাজাগতিক জ্যোতির্বলয় সুুরক্ষিত রাখে

এ যুগের প্রাজ্ঞ বৌদ্ধ দের।

 

জানবে -

গৌতম বুদ্ধ কোন কাহিনী নয়, এক অর্ধেক পৃথিবী।

 

৩.

চাঁদের ঘ্রাণ

 

আজরাতে  হঠাৎ চাঁদ এসে উঁকি দিল আমার জানালায়

গরাদে মুখ ঠেকিয়ে ভেতরের ঝিম অন্ধকার দেখে নিয়েই

সটান ঢুকে গেল বুক পকেটে, তালগোল পাকিয়ে

একেবারে পেড়ে ফেললো কমন্ডলু মধ্যে যতিচিহ্নে...

 

ছেঁড়া পালকে ভর করে শব্দরেণু

হাওয়ায় রোপন করে যে বিশ্বাসের বীজ

জল আর যত্নে সেখানে জন্ম নেবে আলোঘর ...

 

যে আসন পাতা আছে নিবেদনে

আর অপেক্ষায় প্রহর গোনে জোৎস্না বাতাস

নতজানু আমার সত্ত্বায় ভিজে ওঠে নক্ষত্রবিতান ...

 

৪.

ঘ্রাণ

 

প্রত্যেককেই কোন একদিন নিজের মুখোমুখি হতে হয়... 

চলতে চলতে সবাইকে দাবা খেলতে হয় নিজের সঙ্গে

মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজেকে তুলতে হয়  দাঁড়িপাল্লায়

স্বীকার করতে হয় জীবন আর না পাওয়া স্বপ্নের মাঝে

বেহুলাভাসান, বাঁক বদল ও মন খারাপের গল্প...

 

শীত উড়ে যাওয়ার আগে স্পষ্ট দেখতে পাই

পাতাঝরার দিনে মেহেদী হাসানের গান,

আমার চারপাশে এত মৃত্যু

চায়ের কাপে চিনি হয়ে গুলে যায়...

 

আর আমি -

পায়রার নরম বুকে কলমের নীব বিধিঁয়ে

ফুসফুস ভরে নিই নতুন মলাটে

হলুদ পাতার ঘ্রাণ...

 

৫.

সময়

 

এ কোন সন্ধ্যার মুখোমুখি দাঁড়িয়ে?

নোনা জলের কথায় ভিজে ওঠে বারোমাসের মাটি

সোনালী আলোয় উড়ে বেড়ায় দিনান্ত যাপন 

এরপরেও কিছু উদাসী ঢেউ

বয়ে চলে সময় কুড়োতে কুড়োতে সীমান্তরেখায়

 

আজ আমরা সবাই ঝাউবনের অনেক নিচে 

লাল কাঁকড়ার আলপনায় সাজানো মাটিতে

ভিড় জমিয়েছি শব্দের ছুরিতে শান দিতে...

 

জীবন দিয়েছে যত নিয়েছে তার অনেক বেশি

অলস ঢেউ গোনা জীবন এখনো ছায়া বন্দি

সময়ের হাতে...

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ