E-দুইপাতা পত্রিকা ১১৪তম চতুর্থ সংখ্যা, ২০২৫ ।। কবি অরবিন্দ সরকার।। সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১৪তম চতুর্থ সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

অরবিন্দ সরকারের পাঁচটি কবিতা --

 ১.

বরফ চাই না আর

 নিরুত্তাপ শ্যাঁওলা কেন ঘিরে ও মুখে

আলোড়িত পলি এখন খাঁ খাঁ সীমান্ত

                           পাড়ি দেয়

গৌড়ের পুলে চড়ুইভাতির উদ্দীপ্ত দিন

                   কেবলই কাছে টানে

গভীরে বিন্যস্ত ফুল ফোটায়

 

দুজনের আধো আলো আধো অন্ধকারে

বাড়ি ফেরার ঝমঝমি আওয়াজ

                   এখন শোনা যায়

বৈভবের রাস্তার প্রতিটি পাথরে

ছড়িয়ে আছে আমাদের ধ্যানের রেণু

 

 আবার জেগে ওঠো আগের মত

মলিন রেখায় ঢং ঢং ঢং...

বরফে বরফে ঢাকতে চাই না

আর

বাজো, বাজো, বাজো ।

 ২.

ফিরে এসো

 

সমূহধ্বনি কোথা থেকে আসে

নিজ শৃঙ্খলে আর কতদিন

ফিরে এসো

এই নিবিড় ছায়ায়

এই কাক জ্যোৎস্নায়।

 ৩.

খুশি

 ভোরাই গানে চেতন জাগে

মগ্ন দুপুর ; দুকূল প্লাবী সূর্যমাঠে

শব্দহীনের ময়ূর নাচে।

বিকেল বেলায় আকাশে ওড়ে

                          বৃষ্টি পাখি

একটু পরেই অন্ধকারের ওড়না ওড়ে

                           সন্ধে আসে

লাজুক লাজুক খুশির টানে।

 ৪.

সারাৎসার

 পা ফেলেছি

হাত বাড়িয়ে

জল ফুটিয়ে

ভাত রেধেছি

সারাৎসার ।

 ৫.

ভুল

 এতদিন  বিদায় শব্দ উচ্চারণে বুকের ভিতরে

বিষাদের কফি ছড়িয়ে দিত কে  যেন চারিদিকে

সেতারে কে যেন বাজাতো

দরবারী কানাড়া।

বিদায় কি দেয়া যায় কাউকে ?

স্মৃতিরেখায় জীবন্তভাবে

সে তো কেবল মজা করে,কাঁদে হাসে,

        পিছনে লাগে সচেতন ভাবে

 

বিদায় উপলব্ধি ভুল ভুল ভুল

অন্তরপথে মিলন পাথরের চাঁই

কাটে কে  যেন মুহুর্মুহু।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ