E-দুইপাতা পত্রিকা ১১৪তম পঞ্চম সংখ্যা, ২০২৫।। কবি চিন্ময় দাশ।। সম্পাদক: নীলোৎপল জানা

 

E-দুপাতা ত্রিকা

১১৪তম পঞ্চম সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

================================

 


চিন্ময় দাশের পাঁচটি কবিতা

 

১. কার ঐ ছায়া

 

চাঁদের লন্ঠন ডুবে গেছে আগে ,

কাল ছিল পূর্ণিমার নিশ্চল রাত্রি ।

অশান্ত বুক নিয়ে জেগে আছে অনামিকা নদী ;

সেই প্রাচীন অরণ্যের মাঝে

হেঁটে যাচ্ছে কার ঐ ছায়া ?

ছায়া যেন ভেঙে দিচ্ছে সেতু , বিভা , স্বপ্নের ওম্ !

অবিনাশী ঢেউ ভেঙে

হেঁটে যায় যেন কার ছায়া ঐ !

 

২. ভাসান

 

কবিরা ভাসানে যাচ্ছে ,

শব্দের মেঘমালা ভেদ করে

ইতিউতি সাদা ফুল বিনীত হয়েছে

কবির সমাধিতে !

গৈরিক সন্ন্যাসীর গূঢ় শব্দ ব্যাকরণ জানা নেই --

মৌন নদীর কাছে পড়ে আছে

তাই সুরম্য কাঠের ঘোড়া !

সব আয়োজন শেষ ,

কবির ভাসানে যায় আজ সব

মেঘ , শব্দ , গাঢ় অন্ধকার !

 

৩. ঘরে ফেরা

 

গতকাল চাঁদের আলো ফিকে হতে

সে নিরুদ্দেশে উড়ে গেল --

শুনশান বাতাসে ঢেউ তুলে ,

আলোর দেওয়ালে ছায়া ফেলে -

প্রিয়তমা পেঁচা দূরে সরে গেছে !

ঘরে নেই সে আজ

বড়ো বিপন্ন আমি ;

সারারাত অন্ধকারের কুলুঙ্গিতে

জ্যোৎস্নার কারিকুরি খেলে বেড়ায় !

 

যুদ্ধের পরে ধূসর পেঁচাটি ঘরে ফেরে

তার ক্লান্ত ঠোঁটে লেগে থাকে

শিশিরের শব্দ !

 

৪. মৃত্যুর রঙ

 

আপনার মৃত্যুর কোনও রঙ নেই ,

আপনার জীবনের কোনও বিচিত্রতা

দেখিনি কোনও দিন !

আসলে আপনি কি মানুষ ছিলেন ?

মানুষ না হলে মৃত্যুর রঙ

থাকবে না , জলের মতো শুধু

পানসে হয়ে পড়ে থাকে !

চিরকাল আপনি কাউকে মানুষ

মনে করেননি , যেন বাপের রাস্তায়

হেঁটে চলেছেন রাজাধিরাজ !

আজ মৃত্যুর পরে তাই কেউ  আপনাকে

মানুষই মনে করছে না !

 

৫. আমার ঈশ্বর

 

অলৌকিক স্বপ্নবন্যায় ভাসতে ভাসতে

এক অলীক ঈশ্বরের খোঁজে থাকি ,

খড়ের নৌকার আগুন-দহনে পোড়ে

ঘর-বাড়ি রক্ত-মাংস অনুসন্ধিৎসু হৃদয় !

খাঁ খাঁ করে মাঠ , মাঠের শরীর !

আমার ঈশ্বর খোঁজে শস্যকণা , ভাতের

ঘ্রাণ মাঠের শুষ্কতায় !

আমার ঈশ্বর দাঁড়িয়ে থাকে নবান্ন

থেকে অনেক দূরে , অতি দূরে !


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ