E-দুইপাতা পত্রিকা
১১৪তম দ্বিতীয় সংখ্যা, ২০২৫
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
এসো প্রেম
জুঁই রায়
যে প্রেম আঘাত হানে
ভেঙে দেয় পাথরের
টিলা
তেমনই স্রোতের মতো
এসো প্রেম, এসো এই
বেলা
খুলে দাও ছদ্ম বর্ম
সব
ভেঙে দাও চটুল বেড়া
আজই
গোপনে আছড়ে পড়ে
ঢেউ
আমি তো মোহনা হতে
রাজি!
২.
ছারপোকা
গল্পের চরিত্র এবং
প্রেক্ষাপটে
কোনও নাটকীয়তা লক্ষ্য
করা যায়নি
ধারাবাহিক দৃশ্যান্তরে
অনভ্যস্ত বিরতি
অনির্দিষ্টকাল...
আজও চাঁদ এসে উঁকি
দিলে
জ্যোৎস্নায় প্লাবিত
শয্যা!
শুধু একটি ছারপোকা
ব্যথা ভুলতে দেয় না।
৩.
আলোর আবর্তন
একেকদিন মাঝরাতে
আলো আসে।
আধোঘুম ভেঙে
জেগে উঠি আলোর আদরে।
শেষ রাতে আলো ফিরে
যায়।
মিষ্টি একটা গন্ধ
জড়িয়ে থাকে চারিপাশ..
সেই গন্ধ গায়ে মেখে
প্রতীক্ষায় থাকি
তার প্রত্যাবর্তনের।
৪.
আবারও প্রণয়
হবে
আমাদের সেইসব দিন
চলে গেছে
এবারের মতো।
মধ্যিখানের অভিমান
চোখ-জলে ধুয়ে গেছে
কবে!
রয়ে গেছে অহংকার
ভালোবাসা তোমার আমার
আমরা ভীষণ সফল আজও
অনুভবে!
আবারও জন্ম পেলে
বিরহ ফুরিয়ে এলে
বিরোধ সরিয়ে ফেলে
আবারও প্রণয় হবে!
৫.
মা
সে জানতো
পড়তে বসে কখন ঠিক
ঢলে পড়ব ঘুমে
সে জানতো
খিদে পেলেই দেয়ালে
মাথা ঠুকে
আহত করব নিজেকেই
কোন খাবার কতটা পছন্দের
অথবা কোনটা মুখে
তুলতে নারাজ
এই সব খুঁটিনাটি
শুধু সে-ই জানতো
হেঁশেলের তেলচিটে,
হলুদের দাগে
মেছোগন্ধমাখা শাড়ির
আঁচলে
যে মেয়ে খুঁজে পেত
পারিজাত-বাস
তাকেই নামান্তরে
'মা' বলে ডাকি।
0 মন্তব্যসমূহ