E-দুইপাতা পত্রিকা ১১২তম পঞ্চম সংখ্যা, ২০২৫ ।। কবি তাপস বৈদ্য।। সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১২তম পঞ্চম সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

পাঁচমুখী স্বপ্নের ভিতর 

তাপস বৈদ্য 

রাধামণি

রাধা কি কোনোদিন বাঁশি শুনেছিল? 

নাকি সে নিজেই বাঁশি হয়ে উঠেছিল?

এমন অনেক প্রশ্নের আশেপাশে ঘোরাঘুরি 

করতে করতে একসময় বাস গন্তব্যে থামে। 

নেমে পড়তে হয় ভাবনার পারাপারে ছেদ ঘটিয়ে। 


প্রতিটি যান সময়ের সঙ্গে পাড়ি দেয় বলে,

তাদের সময়যান হিসেবে ধরে নিলে নিজেকে 

কৃষ্ণ ভাবতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। 

২.

নিমতৌড়ি

নিম ফুলের মধুর মতো এক দুষ্প্রাপ্য অনুভূতিকে 

আগলে নিয়ে চলতে পারে একমাত্র কবিরাই। 

এই অহংকার তার অলংকার। সযত্নে অন্তর্গত সত্যে

তা লালন করতে করতে জীবনে পশ্চিমায়ন ঘটে যায়। 

তবু ঘোর কাটে না। হঠাৎ স্বপ্নের মধ্যে চৌরাস্তা ঢুকে 

পড়ে--  বাঁদিকে তাম্রলিপ্ত আর ডাঁয়ে ময়নাগড়।

৩.

 নন্দকুমার 

মহারাজা নন্দকুমারকে ভেতরে ভেতরে স্যালুট 

জানাতে জানাতে পেরিয়ে যায় বৃত্ত। বৃত্ত কি আদৌ 

পেরনো যায়? বৃত্ত সত্যের মতো এক ও অদ্বিতীয়। 

আমরা শুধু আবর্তন আর পরিক্রমণ জারি রাখি।

কেউই বলতে পারি না কোন গন্তব্যে আমাদের 

অদৃশ্য ঠিকানা লেখা আছে হাস্যরোলে... অশ্রুজলে...!

৪.

 মহিষাদল 

একজনকে ফোন করে জিজ্ঞেস করতাম--

এখন আপনি মহিষাসুরমর্দিনী নাকি ঘাটালেশ্বরী?

উত্তরে কখনও রাজবাড়ির হাওয়া, আবার কখনও 

বর্ণপরিচয়ের সুগন্ধ। হাওয়া ও সুগন্ধ দুটোই জীবনকে 

ভিন্ন বাঁকে ঘুরিয়ে দেয় বলে, মন কখনও নিয়ন্ত্রণে 

থাকে না। ভেসে যায়, উড়ে যায়, কখনও ডুব দেয়

সাহিত্য-শিল্প-সংস্কৃতির পিঠস্থানিক মানচিত্রে। 

 ৫.

গেঁওখালি 

উন্নয়নের নামে কংক্রিটায়ন যখন  সবকিছু 

গিলে খাচ্ছে, তখন খালি পড়ে থাকে কিছু বোধ।

যেখানে অতীত, সাবেকিয়ানা, সারল্যের আনাগোনা 

এখনও নিয়ম করে জোয়ার-ভাটার মতো জেগে আছে।

হোক তা গেঁও। হোক তা অবসোলেট। হোক তা বস্তাপচা।

একদিন ওই ত্রিবেণীতেই দেখা হোক তোমার-আমার।

=========================

কোলাঘাট



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ