E-দুইপাতা পত্রিকা ১১৬তম প্রথম সংখ্যা, ২০২৬ ।। কবি খগেশ্বর দাস ।। সম্পাদক: নীলোৎপল জানা

 

E-দুপাতা ত্রিকা

১১৬তম প্রথম সংখ্যা, ২০২৬

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com 

খগেশ্বর দাস এর পাঁচটি কবিতা

১.

হরবোলা

 

 আকাশে কাশের বন -

ইচ্ছের বাতাস নিরুদ্দেশে

জোছনার পেঁজা তুলোয় গুলি খেলছে চাঁদ

ভাবনারা তুড়িমেরে মেঘ ছুঁয়ে ভালোবাসার ভেলা 

ভাসায় নিরীহ নির্জনে ।

 

বৃষ্টি হলে বনের কাকলি শুনশান

পাতার আড়ালে কাঁপে ছদ্ম নীরবতা

পৃথিবীর শান্তশীল বাগানের ব্যক্তিগত ডাকাডাকি থেমে গেলে

একা রাস্তায় অচেনা হরবোলা।

 

বাবুঘাট থেকে রাজপথে উঠে আসে নদীর উজান

ভেঁপু হাতে উদাস প্রতীক্ষা বিচরণ

দীর্ঘ পরিক্রমণে জাগর গান বেজে ওঠে ভোররাতের ভৈরবী সুরে ।

২.

হাটের ছদ্মবেশ

 

তিপ্পান্ন গঞ্জের হাট

ছয়ানি বাজার

তেজারতি ঘাটের পৈঠায় মহাজনী নৌকা সার সার।

 

বেশি রাতে জমে ওঠে বেচাকেনা

ময়ূরের ছদ্মবেশ পাখির বাজারে

আড়ালে আবডালে ফাঁক ফোকরে গুঁজে নেব

চকচকে জরি আঁকা নীলাভ পালক ।

৩.

হাওয়ার প্রতিবিম্ব

 

বাসনাতাড়িত চেতনার প্রতিবিম্ব শূন্যে দুলে দুলে গাছ হয়ে যায়

সে গাছে মুকুল আসে না,  ফলের প্রত্যাশা অলীক

অবিমৃষ্য গানের করুণ প্রফুল্ল কাননে

নিমজ্জন থেকে ছায়া তূলে দু'গালে কলঙ্ক মাখে  পূর্ণিমার চাঁদ ।

 

জোছনা বেওয়ারিশ নয়, ফলিত দহন দাবানলে

আগুন লেগেছে বনের নীরবতায়

ধোঁয়ার ধবলে রাতের আঁধার মুছে যায়

বাতাসের ধাতব আওয়াজে অন্তরঙ্গ কথা ছারখার ।

 

কি করে শোনাবো গান ভাটিয়ালি সুরে

ছায়ার কলঙ্কে কলুষিত নদী জল

জলতলে নিমজ্জিত চাঁদ

প্রতিশ্রুতি ভুলে গেছে

অজানা শঙ্কায় পর্দাতে হাওয়ার প্রতিবিম্ব একাকার ।

৪.

হৃদয়ে গানের নিরন্তর

 

কাগজে যা লিখি আসলে তা গতানুগতিক দিনলিপি

ছন্দহীন জীবন  যাপন গদ্য কবিতায়

কাঁটাবাঁশের বেড়ায় নির্মম নিষেধ ঘরের দেয়ালে

খোলাছাদে ঘুড়ি ওড়াইনি  বহুকাল ।

 

খুঁজেছি ভাতের গন্ধ অসহ্য ক্ষুধায়

চাই নি বর্ষার অন্তহীন গানের প্লাবন

আহত হাভাতে মন রাঙা গোলাপের সাযুজ্য চেয়েছে পেঁয়াজ মাখা পান্তাভাতের পাতে ।

 

পরিশ্রমের করুণ আমাকে শেখালো গানের পরিকল্পনা

যন্ত্রাণার গ্লানি ধুয়ে মেলে ধরি স্মৃতির আঁধার

যতবার যুদ্ধ থামাতে চেয়েছি প্রতিপক্ষ পেয়েছি নিজেকে

হৃদয়ে তাই বাজাতে চাই নিহিত গানের নিরন্তর ।

সূর্যসম্ভাবনা

 

পরিক্রমণ শেষে এক অজানা গুহার মুখে এসে দাঁড়ালাম

একদিকে অনন্ত আঁধার, অন্যদিকে আলো দেখা যায়।

 

আমি তো আলোর সারথি হতে পথে নেমেছিলাম

দ্বিধা দ্বন্দ্ব মুছে খোলা প্রান্তরে রেখেছি দু'পা ।

 

ঘুরতে ঘুরতে গুহা মুখে এসে দেখি

এখানেও এক আকাশ সূর্যসম্ভাবনা ।

===============================

হরেন্দ্র অ্যাপার্টমেন্ট

১২/৯ নয়াপট্টি রোড

কলকাতা  ৭০০০৫৫

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ