E-দুইপাতা পত্রিকা ১১৫তম পঞ্চম সংখ্যা, ২০২৬ ।। কবি মৃত্যুঞ্জয় হালদার।। সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১৫তম পঞ্চম সংখ্যা, ২০২৬

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com 

মৃত্যুঞ্জয় হালদার এর পাঁচটি কবিতা

বয়স বাড়ছে

 

কেমন করে বুঝবো তোমার মত

আমারও সুগার বাড়ছে

মাঝে মাঝে কেমন জানি মাথাটা টলে যায়

চোখে ঝাপসা দেখি

চশমা ছাড়া অন্ধকার

পৃথিবীর আলো ফুরিয়ে আসছে

শরীরের উপর লাগামহীন অত্যাচার

বড্ড অনিয়ম

মাথার চুল আকছার পাকছে

মুখের বলি রেখা বলে দেয় বয়স বাড়ছে।

................................... ✍️

সুখ দুঃখের দিন রাত

 

অনিচ্ছা সত্ত্বেও দয়া-দাক্ষিণে  দিন

মন খারাপের কথা লিখে রাখি

মায়াতে ছায়াতে বেড়ে যাচ্ছে ঋণ

হেসে ভেসে আর কতবা কষ্ট ঢাকি!

 

অভিযোগ অভিমান অনুতাপ ভুলে

কতদিন কত মাস কত কাল গুনে

বেরঙিন বিষাদের ব্যথা বাজে ফুলে

আনকথা আনজনে ফিরি শুনে শুনে।

 

আবারো ভাবারো কথা কেমনে যাই

পাশে থাকা হাতে রাখা সময়ের হাত

কথা কাঞ্চনে আমি আনমনে হারাই

আলো আশা ভালোবাসা সুখ-দুঃখের দিন রাত।

....................................... ✍️

স্বার্থপর

 

স্বার্থপর শীত শুয়ে আছে

বিষন্নতা বাড়ি জুড়ে

বেদনার বালিয়াড়ি ভেঙে

একাকী হেঁটে যাচ্ছি, সুদিনের সূর্য সাক্ষাতে।

এলোমেলো দিনগুলো

উদ্দেশ্যহীন উল্লাস করে

একাকীত্ব রাতগুলো

সঙ্গমহীন গুমড়ে মরে

উদ্বিগ্ন মাসগুলো

অসংলগ্ন অনুভূতিহীন

অসময়ের অভিধান গড়ে।

........................................ ✍️

এখন আর

 

এখন আর অপেক্ষায় থাকে না রাত

অভাবের অভিনব অভিধান পড়তে পড়তে

ক্লান্ত চোখে নেমে আসে ভোর

অবসন্নতায় অবসাদ মাখতে মাখতে

দিনলিপিটা বদলে যায় আমার আর তোর।

...................................... ✍️

সেই ঘুম

 

দৈনন্দিন দুর্মূল্যের দুনিয়ায়

টিকে থাকাটা একটা চ্যালেঞ্জ

অথৈ অবসাদে তাই কেউ কেউ খুঁজে নেয় সেই ঘুম

সাময়িক হাহুতাশ লেখালেখি

তারপর   সব চুপ।

...................................... ✍️


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ