E-দুইপাতা পত্রিকা
১১৭তম পঞ্চম সংখ্যা, ২০২৬
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
==================================
মানসী সাহু’র গুচ্ছকবিতা
জীবন বড়ো হয়ে এলে
তারপর, জীবন বড় হয়ে গেলে
মেঠো কলহের ক্ষত
মাছের চিহ্নের মতন পূর্ব পুরুষের মরা গন্ধ
জলজ দেহের প্রান্তর।
স্বপ্নের ভূমিকায় কেবল ভূমিক্ষয়
জলের দরে ফিস্ ফিস্ ছায়া
অথচ রোদ লাগা চোখের খোলসে
আসন্ন সন্ধ্যার আবহ।
২.
মেরামত
চলো হে, পড়ন্ত প্রেম প্রচ্ছদ বরাবর
চলো হে, কাজল গ্রাম ডাহুকীর বুক
বিষুবের মাঝপথ।
এসো হে, ব্যাসার্ধ বাঁধি,
তরুক্ষীর সঙ্গম।
তবু গোধূলির ক্ষত ছেড়ে গভীর নিষাদ
চিতার মেরামত।
৩.
এসো ঘর
এসো ঘর, নিবিড় করো আমাদের শব
প্রথিত প্রেমিক তুমি একান্নো শরীর ভাঙো
নক্ষত্র নিয়মে প্রিয়তা জল
দ্বৈপায়ন ভেঙে উঠে আসে স্রোত।
মৃত বাতাস আলোর গমক
মিশে যাক পরমানু শ্লেষ
তবু ঘর নিবিড় করো
পরলোকগত বিমিশ্র ঘ্রাণ।
৪.
বৃষ্টি সাগা
বৃষ্টি সাগা শেষ হলে মেঘমল্লার
প্রান্ত বিকেল আকাশ ভাস্বর
কেবল সংশয়!
গ্রীনিচ ভিলেজে সারস অপেক্ষা।
এ স্থাপত্য কেউ ছোঁবে না
ছায়ার নীচে খাজুরাহো দেশ।
ভ্রু পল্লবে সরল আলো
তবু নগ্ন নাভি নোলক
শাড়ি টুকু থাক।
৫.
মায়া প্রহর
স্মৃতি বিভাজিকায় নির্মোক মায়া
ঝরা আলপথে বিষন্ন পাতার চুম্বন
দেখেছি, জীবনের বদলা বদলি।
নীরবতা এখন স্বস্তির ভাষা
নিঃসঙ্গতার মৃদু আয়োজন
রাত্রি গভীর হলে -
স্বচ্ছ নদী জলে
তীব্র ভাঙ্গনের প্রতিশ্রুতি।
0 মন্তব্যসমূহ