E-দুইপাতা পত্রিকা
১১৭তম চতুর্থ সংখ্যা, ২০২৬
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
========================
ধূলোমানুষ
আয়নার ভেতর শুয়ে
আছে
পরিচ্ছন্ন এক ধুলোমানুষ
সে পিয়ানো বাজায়
গাঢ় অন্ধকার রাতে
শুষে নিয়ে চন্দ্রকিরণ
সে হয়ে ওঠে অমাবস্যা
কপালের টিপ আজ দ্রাঘিমাংশ
মাপে
প্রসূতি দিনের অপেক্ষায়
ভূমির অকৃপণ স্নেহে
সোজা হয়ে দাঁড়িয়ে
থাকতে পারি আজও।
২.
জোনাক রাত
পরিযায়ী চাঁদ
দু মুঠো শান্তি এনে
দিলে
নক্ষত্র বিছানো জোনাক
রাতে
আলো আঁধারের সঙ্গম।
ঝিনুকের খোলের ভেতর
আদর মেখে শুয়ে থাকে
ছোট্ট নুড়ি;
মুক্তো ভেবে কন্ঠে
পরি খোলামকুচির হার
নোনাজল ঘেঁটে ঘেঁটে মাছেরা বাসর সাজালে
রাতপাখি ডানা মেলে
।
সমুদ্রনাভিতে জেগে
ওঠে
শঙ্খের বালুচর।
৩.
গানের ভেলা
যে পথে ভেসে আসে
গান
এঁকে দাও সুরের আল্পনা
শুষ্ক মনের পরতে
পরতে
হোক বারিসিঞ্চন
নিসুত রাতের জলপরির
মতো
নীল রঙের অন্ধকারের
সিঁড়ির ধাপে
শুধুই নামা ওঠা
নরম মুঠোর ভেতরেই তো
ওই আঁকাবাঁকা পথ
ফেরিওয়ালা মন
ঘুরে ফিরে এখানে
এসেই বসে।
৪.
জল
সমুদ্রের কিছু যায়
আসে না
নুড়ি পাথরের অবস্থান
নিয়ে
শীর্ণ জলের ধারা
বেয়ে আসা
জীর্ণ কঙ্কালসার
নদীটি বোঝে ওদের গুরুত্ব।
সমুদ্র তুমি বড় জানি
তবুও তোমার ফেনিল
জলরাশি
কেবলই লবণ মাখা।
কেটে যাওয়া ক্ষতস্থানে
আমি মিষ্টি ঝর্ণার
জল খুঁজি।
৫.
শান্তিনীড়
গার্হস্থ্য হিংসার
ভেতরেও যদি
এতটুকু শুভবোধ থাকে;
তবে সংযম নেমে আসুক
ব্রহ্মকমলের পাপড়ি
ছুঁয়ে।
মেঘছায়া অন্ধকারের ভেতর
একটি ফল্গুধারা আছে।
যেখানে আহত সারসের
ডানাদুটি
সেরে ওঠে শুশ্রূষাজলে।
0 মন্তব্যসমূহ