E-দুইপাতা পত্রিকা
১১৭তম তৃতীয় সংখ্যা, ২০২৬
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
গুচ্ছকবিতা
মনোতোষ আচার্য
১.
সুন্দরবন
নরম পলির মতো হৃদয়ের পাড়ে
ফুটে আছে মরশুমি ফুল
নদীর কাছে নাই বা এলাম
জলের কাছে এলাম
তোমার জন্য এইতো আসা
এইতো জীবন মাধুকরী
আঁচলে আজ তুচ্ছ দেয়া-নেয়া
নরম জলের ঘ্রাণে ছুটে আসে হাওয়া
নরম নদীর বুকে সৌর আলপনা
ম্যানগ্রোভে ছুঁয়ে যাই স্নেহ পরম্পরা
পানির উপর জলে লালন ঠিকানা।
২.
গুল্মকাহিনি
পোড়া পোড়া আখরের ধ্বনি
আজো আমি তোমাকে চিনিনি
পুড়ে যায় সম্পর্কের সুতো
নাটকের মহড়ায় কতো
এই আলো এই অন্ধকার
পথে পথে হৃদয় বিকার
জ্যোৎস্নায় ভেজা ভেজা ঘাস
তুমিও কী ছেঁড়া দেবদাস
নজরের বিষ দোষে
ভেসে যাই ভালোবেসে
আরোগ্যের উপশম বাণী
খড়কুটো গুল্ম কাহিনি।
৩.
চাঁদবালি
উজানি অন্ধকারে মুখোমুখি চায়ের পেয়ালা
খনিজ বুকের গাঙে রোদঢালা সৈকতের রেণু
বালি ও বালিকা দোঁহে পিরীতির আশ্চর্য পিকাসো
নিজেকে খুঁড়েছি শুধু অনিবার্য অস্থিরতাময়
আনন্দের হৃদিজলে বিকশিত সমুদ্রস্তনন
যত্নের আঙুলগুলো মনে ধরে দেহজ কুসুম
ইন্দ্রিয়ের বিভাজিকা গল্পের প্লট জুড়ে
আঁধার আরতি, নিজেকে ভাঙার ছলে
খুঁজে পাই নিহিত আগুন
কঠোর যাপন জানি কবিতা ব্রতের এক নাম
গাঁয়ে গঞ্জে কুড়িয়ে নিই স্বকীয় সংগ্রাম।
৪.
ছাপ
টের পাই জলজতা
টের পাই পদ্যগন্ধী উত্তমপুরুষ
সর্বনামের মায়া এতকাল কাটাতে পারিনি তাই
সর্বনাশের ছায়া বীজে অঙ্কুরে…
মাটির দেয়াল ছাদ ভরা
শ্রাবণের মোহবনি কাঁটা গুল্ম
লুকোনো স্বপ্নের চোরাটান
আঙুলের ছাপ সর্বাঙ্গে স্পষ্ট ফুটে আছে।
৫.
নিবেদন
বরাক উপত্যকার শিলেটি চাঁদ
বৃষ্টিভেজা শুক্লপক্ষে প্রথম দেখার ক্ষণে
বুকের ভেতর ছলকে ওঠে নিবেদন
শিলচরের মাকে প্রণাম, শহীদ বেদীকে প্রণাম
‘খিস্তি খেউড়ের পৌষমাসে’ আমার মায়ের স্মৃতিরেণু বুকে আগলে দৌড়োচ্ছে কাঞ্চনজঙ্ঘা
চা-খেত পেরিয়ে, আনারস-খেত,
ধান-খেত পেরিয়ে
অবিরাম স্বপ্নিল রোদ্দুরে…
0 মন্তব্যসমূহ