E-দুইপাতা পত্রিকা
১১৮তম প্রথম সংখ্যা, ২০২৬
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
সুমিতা মুখোপাধ্যায় এর গুচ্ছকবিতা
কবিতা পূর্ণতা
পূর্ণতার পাখি উড়ে যায়.
অংশত আকাশে, দেখা হল
পূর্ণতার অমেয় বৈভব.
কিন্তু দুটি শান্ত শ্বেত ছোট্ট করতল
কখনো আড়াল করে যদি
দৃষ্টির সমূহ আয়োজন ;তবে কোন্ অন্ধকারে
দেখা হবে ফের পূর্ণতার সমারোহ!
কবিতা -আবহমান
মৃদু মৃদু আলো ঝরে পড়ে;
আর,তুমি অন্ধকার
বনপথ পার হয়ে যাও.
তোমার আঁধার মুখ
নিখিল শূন্যতাময়
এক অসীম অনুপস্থিতি.
কেবল নীরব
দু 'খানি চরণ
আবহমান চলার ছন্দে
ফুটে ওঠে আলোকিত স্পন্দনে।
নয়নমেঘ
আকাশের সবকটি নীহারিকা দিয়ে
যে -মালা গড়েছি আমি স্তব্ধ সাধনায়,
তোমার অশ্রুতে সেই নীহারিকাদের
সমুজ্জ্বল উপস্থিতি দৃশ্যমান হবে -
কখনো ভাবিনি আমি কখনো ভাবিনি
আকাশের কোন পাখি তোমার চোখের
নীলিমায় ডানা মেলে উড়ে যেতে যেতে
নয়নের মেঘে -মেঘে কামনা করবে
সুশীতল সেই জল, সিক্ত বেদনায়
যা -রয়েছে মূর্ত হয়ে শ্যামল পাতায়।।
সাতটা সুরে
সুপ্তি যখন আদর পেতে চায়
আমার তখন লেখালেখির ভাব
হয়ত সবার ঘুমের ব্যাঘাত ঘটে
বেশতো , আমি চাঁদের পাশে বসি ।
রাত্রি যখন জাপটে ধরে বলে
ওরা নয় তুমি আমায় গান শোনাও
হয়ত তখন সমেই মাত্রা কাটে
রোজ ফিরে যাই দিনকে ভালোবেসে ।
ব্যাপ্তি যখন তোলপাড় করে মন
আমি তখন কাঁদবো অঝোর ধারে
সাতটা গর্ত খুঁড়েছে ডোম চাচা
সাতটা সুরে সাত সাগরের পারে ।
কবিতা দ্রোহ
তখন শিশুর কান্নায় বিধাতাকে খুঁজে -
চাল ফুটে হলো অন্ন,
আর ডুবোতেলে ভেজে তোলা বাদামী কষ্টগুলো
চকচকে শুভ্র দাঁতে -
কেটে খেলো রঙিন দালানের দালাল।
দাঁতের পাড়ে জন্মানো শ্যাওলা খেয়ে
জীবন চলে না এক মুহূর্ত বাঁচার জন্য,
অন্ন চাই বস্ত্র চাই শিক্ষা চাই!
প্রাণের জন্য প্রকৃত জলের বৃক্ষ চাই,
শুদ্ধতার জন্য -
একটি দ্রোহের কবিতা চাই।।
0 মন্তব্যসমূহ