E-দুইপাতা পত্রিকা সম্পাদক: নীলোৎপল জানা ১১৮তম তৃতীয় সংখ্যা ২০২৬ ।। কবি পুষ্প সাঁতরা

 

E-দুপাতা পত্রিকা

সম্পাদক: নীলোৎপল জানা

১১৮তম তৃতীয় সংখ্যা ২০২৬

duiipatalokpathpatrika78@gmail.com

পুষ্প সাঁতরার গুচ্ছকবিতা

কান্না সুখ

 

নিঃসঙ্গ নদীর পাশে খানিক একা

কাক ভেজা ভূমিকা সময়

কিচ্ছুটি কোথাও নেই ন্যাড়া গাছ

স্বপ্ন ই ইচ্ছের ভ্রমময়।

 

একই রকম স্বপ্ন কতই তো দেখি

আধো ঘুম নির্জন রাত

নদের বুকে নদী ঢেউ ছলাৎছল

আকাশ জলের বাজিমাৎ।

 

কোথায় রাখব আমি কান্নার সুখ

ঘরে - বাইরে বর্ণময় অন্ধকার অভিমূখ।

 

দুই

উষ্ণ অভিমান

 

কবিতা পড়তে ছুটছি পূবে - পশ্চিমে

আগল ভেঙে গেরস্থালি

বাধার পাহাড় ডিঙিয়েছি অনেক

ভেঙেচুরে অজস্র কুটকাচালি

 

খরা জমিতে শব্দের রস বীজ পুঁতে

কালির প্রশ্রয়ে অক্ষর সন্তান

পথ ও পাথেয় র স্বজন সকাশে

তোমার সঙ্গে আমার উষ্ণ অভিমান।

 

তিন

ক্ষতি - ক্ষত

 

অনিবার্য সত্যির  ক্ষতি অনেক

ভেবে নিই এ হচ্ছে হবেই

কিন্ত বড় ক্ষতি টা হল

জীবনের ক্ষত গুলো

মেরামত যাবে কি

মনের মৃত্যুর পর শরীরে

ছাই ওড়ে ------

লেখা হয় ত্রিকালের খন্ড খন্ড কাব্য-----


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ