E-দুইপাতা পত্রিকা
১১৭তম প্রথম সংখ্যা, ২০২৬
সম্পাদক: নীলোৎপল জানা
G-mail: lokpathduiipatapatrika78@gmail.com
=================================
নাগসেনের পাঁচটি কবিতা
জীবন-১
খেয়াঘাট থেকে মরুপ্রান্তরের দিকে
জীবন টাকে দেখলাম খুলে খুলে
তুমি তো জানো না আমি কিরকম
আর কি কি দেখেছি একটা জীবনে
জীবন এক নয় সবার- নিজের নিজের
তাকে ফেলে ও ছড়িয়ে হেঁটে চলা
তারওপর আসে সন্ধ্যারাগ
আসে এক দুঃখজাগানিয়া ঢেউ
জীবন-২
পেয়েছিলাম তিরিশ বছর আগে
হারিয়েছিও তিরিশ বছর পর
একটা কাঁটা বিঁধিয়েছিলাম পায়ে
এখনও সেটা নিত্য আপনপর
কে বলেছে জীবন মমতাময়ী
কে বলেছে নয়তো আমার তুমি
ভাসবো আমি ভেসে থাকবো জলে
ডুববো নাতো কোনও দিনও আমি
জীবন-৩
চলে গেলে কোথায় কিভাবে
ভালোবাসো আজ আর কাকে
বলতে পারতে যাবে চলে
দূর সমুদ্রকিনারে যেখানে ছায়ায়
গাছেরা বিশ্রামে আছে সঘন মায়ায়
আমি পারিনি বলে আর কেউ
পারবে না মনেও করিনা
ভালোবেসো তাকে কিংবা তাহাদের
ভালোবেসো প্রেমিক ছায়াকে
জীবন-৪
বিরূপাক্ষ শোক থেকে করেছি প্রস্থান
চিনেছি কি একটা নদী কথা বলে অবিরত
শূন্য থেকে আরেক শূন্যের দিকে ফেরি
আমি চরাচরে আচমন করতে শিখিনি
শোক ভুলে যাওয়া বড় কথা নয়-
ভাসিয়ে দিলাম তাকে মৃত্যুঞ্জয় জলে
কথা তো অনেক কিছু ছিল
কিছু কিছু কথা তবু সম্পর্কবিহীন
রাত নামে বাড়ে কুয়াশার তেজ
যে কষ্ট দিয়েছি তাহাকে
সব আজ ফিরে ফিরে আসে
জীবন-৫
অপচয় শব্দটি যথেষ্ট মায়াবী
কানঝুমকোর থেকে উথলে ওঠা রতি
আমাকে কি যেনো আরও বলে যেতে চায়
বিশ্বাস করার থেকে আরও একবার
অবিশ্বাসের চোখে চোখ রেখে দেখো
যেখানে গিয়েছে ভেসে সব সন্ধ্যাতারা
আমি তার কিনারেই নক্ষত্রবিলাসী
=========================================================================
0 মন্তব্যসমূহ