E-দুইপাতা পত্রিকা ১১৫তম তৃতীয় সংখ্যা, ২০২৫।। কবি বিধানেন্দু পুরকাইত ।। সম্পাদক: নীলোৎপল জানা

 E-দুপাতা ত্রিকা

১১৫তম তৃতীয় সংখ্যা, ২০২৫

সম্পাদক: নীলোৎপল জানা

G-mail: lokpathduiipatapatrika78@gmail.com

বিধানেন্দু পুরকাইত এর পাঁচটি কবিতা

১.

ক্ষুধার্ত

 অন্ধকারে কেউ থাকে না কাছে

আশপাশে শূন্য তরুভূমি

তার মধ্যে যুগল নদীর স্রোতে

কেউ যদি হয় আপন পথগামী

পায়ের কাছে রাখি তুলে পা

তুমি না হয় আমি না হয় -

কাছে এলাম না।

 

এমনি করে জীবন অধঃগামী

ধ্বংস করে নৃত্য মেহফিল

ভাসতে ভাসতে কোন নদীটার টানে

তুমি আমি ক্ষুধার্ত গাঙচিল।

২.

বাঁচার রসদ

 একবার যদি হৃদয় জুড়ে হাঁটো

দেখবে কেমন কাঁটাতারে জড়িয়ে গেছে মন

যদি বলো ভালবাসার কথা

আলতো চুমু কিংবা আলিঙ্গনে

পৃথিবীটা কেমন যেন দূরে সরে যায়।

 

একবার তাই কাঁটার কাছে এসো

দেখবে কেমন ভালবাসার রোদ

উপুড় হয়ে শুয়ে আছে বুকে

আশেপাশে যখন মরুঝড়

ভালবাসা বাঁচার রসদ দেবে।

৩.

তুমি

 মুহুর্তগুলো দিয়েছ সাজিয়ে

রেখেছি গুছিয়ে তুলে

বুকের মধ্যে খরস্রোতা

অভিমান মাস্তুলে।

 

এখন তুমি স্নান করছ

কলতলা সরগম

হয়তো ভিজে সপসপে পা

আলতা মাখা চরণ।

 

একটা হাতে অভয়া মা

একটা হাতে রুদ্র

কখন তুমি স্রোতস্বিনী

কখনো দুর্ভেদ্য।

৪.

একলা নারী

 লীন হয়েছে বৃক্ষ লতা মনের অনুকণা

কার জন্যে হলদি চরে অন্তঃ বেদনা

কে চলে যায় দূরের পথে অবসরে কান্না

ভেতর থেকে আর একটা মন

                     বলছে যেন আর না।

 

আয় চলে আয় বুকে আমার শত সাপের ফণা

সারা উঠোন তোকে সাজাই এঁকেছি আলপনা

হৃদয় জুড়ে বিছিয়ে দিলি বেলাশেষের রোদ

এখন আমি একলা নারী বুকে জ্বালা বোধ।

৫.

অন্ধকার ও নারী

 অন্ধকার চিরে ছোটে ট্রেন

গ্রাম ফেলে মাঠ ফেলে মেয়ে মানুষের লাশ ফেলে

কার কাছে আশ্রয় খোঁজে

কার বুকে মাথা রেখে নিদ্রাময় উথাল সময়?

কার মুখ আঁধারেও উজ্জ্বল আলো

হয়ে ওঠে প্রিয়ংবদা নারী।

 

সব রাত আঁধার হবে না

সব হ্রদ নদী নয়

অন্ধকারে কোন নারী

আলো হয়ে ওঠে।

 ==================


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ