E-দুইপাতা পত্রিকা
সম্পাদক: নীলোৎপল জানা
১১৮তম পঞ্চম সংখ্যা ২০২৬
duiipatalokpathpatrika78@gmail.com
দীপক হোতার গুচ্ছকবিতা
বাঁশপাতা
মাঝে মাঝে তোমাকে বাঁশপাতার মতো
ধারালো মনে হয়-
তরঙ্গ তুলে ধেয়ে আসো- অনাবাসী করে
হড়পা আক্রোশে!
আবার
ক্লান্তি নেমে এলে-
শ্বাসপাতা হয়ে শ্রান্তি বিলোও
দ্রাঘিমা পেরিয়ে-ঘন নিঃশ্বাসে!
অথচ
কাকভোরে চাঁদ ডুবে গেলে-
চা-পাতার মতো তোমাকে আত্মস্হ করি
প্রণয় প্রবল!
তখন
বুক থেকে নেমে যায়- অনুর্বর স্রোত-
আত্মগত প্রেমে
মুছে যায়- বিষাদ বিলাপ-
মহৌষধি চুমে!
২.
মোহ
একটু একটু করে যার জন্য জমিয়ে
রেখেছিলাম আলো-
সে আমাকে আগুন শেখালো
আমি সেই আগুনেই সমর্পণ করলাম নিজেকে-
যাপন অভ্যাসে আহুতি দিলাম আকন্ঠ পিপাসায়!
অতলান্ত গভীরে নেমে যেতে যেতে দেখলাম
-
কোথাও কোন আলো নেই, আগুনও নেই
শুধু পড়ে আছে- ছাই বিষন্ন বেদনায়-
দ্রোহ, মোহ, মিথ্যা লালসায়...
৩.
ঈশ্বর পুড়ে যাক
যদি ঈশ্বর নামে
মানুষ পুড়ে যায়-
তবে,
ঈশ্বর পুড়ে যাক মানুষেরই নামে!
যে কথা জেনেছি এতকাল -
ঈশ্বর, আল্লা,কৃষ্ট-খ্রীষ্ট-
সবই তো আলোময় মানব সৃষ্ট!
তবুও -
কেন ধর্ম অধর্মের এত হানাহানি?
কেন রক্তপাত? কেন টানাটানি?
কিসের জন্য? কাদের জন্য?
এ যে অপরাধ! এ যে জঘন্য!
হে ঈশ্বর! কোথা তুমি?
মুছে দাও এ ভেদভূমি!
কোথা তুমি? কোথা তুমি?...
৪.
ছন্দপতন
সময়টা খুঁজছি এখন-
হারিয়ে যাওয়া সময় সমকালীন আক্ষেপে
রোমন্থন করি- স্মৃতির পাহাড় নির্জন
প্রলাপে
ভাদ্র বিকেলে
বৃষ্টি পতনের শব্দ এলে-
দৃষ্টি ফেরাই ছিঁড়ে যাওয়া ব্লাউজের
হুকে
আটকে থাকা বুকের বোতাম ভগ্নাংশ
প্রেম!
একদিন লালটিপের সীমান্তে ঢুকে পড়তো
পাঞ্জাবি মহল উৎকৃষ্ট উষ্ণতায় ঘনতলীয়
আবেশে-
হরমোন নিঃসরণের জৈবিক প্রশ্রয়ে
তখন
বৃষ্টি হয়ে ঝরে পড়তে স্ব-নির্বাচিত
মৈথুন মুদ্রায়!
অপসারণের সূত্র আবশ্যিক হলে,
জীবাণু সংক্রমণের ভয় থাকে না-
মৌলিক সন্তরণে!
আমি সরলবর্গীয় বৃক্ষের মতো
স্হাণুবত দাঁড়িয়ে থাকি সামাজিক অভ্যাসে
সামঞ্জস্যপূর্ণ পর্যবেক্ষণে নিয়োজিত
করি আমার শ্রম ও ঘাম অনুগত অস্তিত্বে!
দেখি ম্যাজেন্টা রঙের সূর্যটা
ক্রমশ ফিকে হয়ে আসছে- উপকূলীয় ঝঞ্ঝায়...
1 মন্তব্যসমূহ
খুব সুন্দর কবিতাগুলো!
উত্তরমুছুন