E-দুইপাতা পত্রিকা
সম্পাদক: নীলোৎপল জানা
১১৯তম পঞ্চম সংখ্যা ২০২৬
duiipatalokpathpatrika78@gmail.com
কৃতিসুন্দর পালের গুচ্ছকবিতা
প্রযুক্তির কবিতা
মানচিত্র
দেখি—নীল দাগগুলো
রক্তের নয়, অর্থপ্রবাহ।
সব প্রতিরোধ এখন পাসওয়ার্ডে,
সব ভালোবাসা এখন এনক্রিপ্টেড ফাইল।
হারিয়ে যাওয়া এক মানচিত্র—
লুকিয়ে আছে অজানা দাগ।
ডিকোডে ভেঙে পড়ে ভাষা,
স্ক্রিনে দেখা যায়—
পরিচয় মুছে অন্ধকারের মেমোরি থেকে।
২.
পত্র
প্রতিবাদ ঘোষণা করেছি
অনলাইনে—
কেউ সাবমিট বোতাম টিপল না।
নেটওয়ার্কের গভীরে
ঘুরে বেড়ায় সেই ফাইল,
লিখেছি অস্তিত্বে বিশ্বাস করি না।
প্রতিরোধ এখন ক্লাউডে আপলোড —
অদৃশ্য, চিরস্থায়ী।
৩.
সার্ভার
শরীরের ভিতরে
লাল আলো জ্বলে ওঠে—
সি পি ইউ গরম হয়ে যাচ্ছে,
মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে
গোপন ডাটা যুদ্ধ।
লোগ-ফাইল খুলে দেখি,
প্রতিটি শ্বাসে লেখা—
ভেতরে প্রবেশ নিষিদ্ধ।
এখন সর্বত্র সিস্টেম ত্রুটি,
ত্রুটির মধ্যে বাজে
এক অদ্ভুত গান—
কেউ শুনতে পায় না।
৪.
ঈশ্বর
ভেবেছিলাম ঈশ্বর মরে গেছেন,
একদিন দেখি—
তিনি কীবোর্ডের নিচে ঘুমোচ্ছেন।
টাইপ করি— 'আলো'
পর্দায় ভেসে ওঠে ছায়া।
তিনি বলেন, 'তুমি কবিতা লেখো,
আমার মৃত্যু মিথ্যা হয়ে যাক।'
বুঝি, আত্মিকতা ঈশ্বরের নতুন এক নাম।
৫.
সংলাপ
কথা বলি আমার ক্লোনের সঙ্গে,
সে বলে—'তুমি আমি নও,
তুমি আমার অনুবাদ।'
আমি হাসি, আমি নীরব হই,
আমি একই শব্দ
দুটি বিপরীত অর্থ খুঁজে পাই।
দ্বন্দ্বই সঙ্গীত, নীরবতাই প্রতিরোধ,
বিভ্রান্তিই রহস্য - ভেতরে জন্ম নেয়
নতুন সংলাপ।
1 মন্তব্যসমূহ
ভালো লাগলো কবিতাগুলো কৃতিসুন্দর-এর।
উত্তরমুছুন